দুর্গাপুর, 20 অক্টোবর : কোরোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব ৷ মুক্তির উপায় খুঁজছে সবাই । এই পরিস্থিতিতে দুর্গাপুরের প্রখ্যাত থিম মেকার সোমনাথ অধিকারী ভ্যাকসিন অ্যাম্পুল ও হোমিওপ্যাথি-আয়ুর্বেদিক ওষুধের কাচের কন্টেনার দিয়ে সৃষ্টি করলেন " দুর্গা দুর্গতিনাশিনী । " দ্রুত এই মারণ ভাইরাস প্রতিরোধে আসুক প্রতিষেধক । ভ্যাকসিন অ্যাম্পুল বাড়িতে বাড়িতে পৌঁছে যাক । সুস্থ হয়ে উঠুক এই ধরিত্রী । রবীন্দ্রভারতীর স্বর্ণ পদকপ্রাপ্ত শিল্পী সোমনাথ অধিকারী শিল্পী মনের ক্ষুধা থেকেই সৃষ্টি করলেন দুর্গা দুর্গতিনাশিনী ।
দুর্গাপুরের ধান্দাবাগ রবীন্দ্রপল্লির বাসিন্দা শিল্পী সোমনাথ অধিকারী ৷ 2003 সাল থেকে শিল্পনগরী দুর্গাপুরের মানুষকে দুর্গোৎসবে নানারকম থিম উপহার দিয়ে আসছেন । জীবনে প্রায় 170 টি পুরস্কার প্রাপক এই শিল্পী দারুণ সব তাক লাগানো থিম উপহার দিয়েছেন উৎসব প্রিয় মানুষকে । কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা । বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে নেই আড়ম্বর । পুজোর মাত্র কয়েক দিন রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ মেনে দুর্গাপুজোর আয়োজনের কথা বলা হয়েছে । কিন্তু এবার সোমনাথ অধিকারীদের মতো থিম মেকারদের সেই তাক লাগানো থিম তৈরির সুযোগ ছিল না । লকডাউন পর্ব শুরু হতেই সোমনাথ অধিকারীর মতো শিল্পী-সহ বহু মানুষ বুঝে গিয়েছিলেন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলিতে আড়ম্বরপূর্ণ আয়োজনের সুযোগ এবার মিলবে না । তাই শুধু অর্থ রোজগারের তাগিদেই নয়, শিল্পী মনের ক্ষুধা থেকেই কোরোনাকে আশ্রয় করে দুর্গাপুরের প্রখ্যাত থিম মেকার সোমনাথ অধিকারীর এক অপূর্ব সৃষ্টি " দুর্গা দুর্গতিনাশিনী " । ভ্যাকসিন অ্যাম্পুল, কাচের তৈরি হোমিওপ্যাথি ওষুধের শিশি ও আয়ুর্বেদিক ওষুধের কাচের কন্টেনার দিয়ে তৈরি হয়েছে " দুর্গা দুর্গতিনাশিনী " । সপরিবারে মা দুর্গা বিরাজমান ।
কী কী উপকরণ দিয়ে তৈরি হয়েছে দুর্গা দুর্গতিনাশিনী ?