রানিগঞ্জ, 8 মার্চ : রানিগঞ্জের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই জলের ব্যাপক সমস্যা। জল না-পেয়ে পঞ্চায়েত দফতর ঘেরাও করছিলেন সাধারণ মানুষ। পিএইচই ইঞ্জিনিয়ারের গাফিলতির জেরে সাধারণ মানুষের রোষ গিয়ে পড়ছিল প্রত্যেকটি পঞ্চায়েত প্রধানের উপর । মঙ্গলবার সকাল থেকে তাই উত্তপ্ত হয়ে ওঠে সমষ্টি উন্নয়ণ আধিকারিকের দফতর। 5 জন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হাতে খালি বালতি নিয়ে ঘেরাও করেন অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে। প্রতিবাদে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের গলায় বোতলের মালা পরিয়ে অভিনব প্রতিবাদ বিক্ষোভ দেখালেন পঞ্চায়েত সমিতির সভাপতি (Due to water problem agitation surrounded PHE Engineer in Raniganj) ৷ যা দেখে হতবাক ব্লক কর্মচারীরা ।
পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া বলেন, "রানিগঞ্জের দক্ষিণ বিধানসভা গ্রামীণ এলাকায় জলের চরম সমস্যা রয়েছে । প্রত্যেকদিনই সাধারণ মানুষের কাছে কথা শুনতে হচ্ছে পঞ্চায়েত প্রধানকে। জল দফতরের ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানালেও কর্ণপাতই করছেন না তিনি । তাই আজ সকাল থেকে এই বিক্ষোভ ৷"