দুর্গাপুর, 12 অগস্ট : হাতে আর মাত্র দু‘দিন ৷ তারপরেই স্বাধীনতা দিবস ৷ সেই জন্য নাশকতার ছক এড়াতে দুর্গাপুর স্টেশন চত্ত্বরে শুরু হয়েছে নাকা চেকিং ৷ আর তাতেই মিলল সাফল্য ৷ বুধবার সকালে দুর্গাপুর স্টেশনে 22 বোতল ফেনসিডিল-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জিআরপি এবং আরপিএফ পুলিশ ৷ এদিন তাঁদের যৌথ উদ্যোগেই চলে তল্লাশি ৷
রেল পুলিশ সুত্রে খবর ওই ব্যক্তি বিহার থেকে আসছিল । গ্রেফতার করার পর তাকে পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা আদালতে পাঠানো হয় । পুরো ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ ৷ এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।