পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Renovation Work of Court in Stop: টাকার অভাবে বন্ধ নতুন মহকুমা আদালত ভবনের কাজ - নতুন মহকুমা আদালত ভবন

অর্থের অভাবে মাঝপথে বন্ধ রাজ্যের মডেল আদালত ভবন তৈরির কাজ ৷ পরিদর্শনের পর কালী পূজোর আগেই পুরনো আদালতের ভগ্ন অবস্থাগুলি মেরামত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের আইনজীবী ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 5:37 PM IST

দুর্গাপুর, 2 অক্টোবর : টাকার অভাবে নতুন মহকুমা আদালত ভবনের কাজ আজও অসম্পূর্ণ, বিচারপতিকে জানালেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার । এই রাজ্যের অন্যতম মডেল আদালত তৈরির কাজ মাঝপথে বন্ধ । কয়েকদিন আগে আদালত পরিদর্শনে যান কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ।

দুর্গাপুর মহকুমা আদালতের ভবনে বিভিন্ন প্রান্তের মানুষের আনাগোনা লেগেই থাকে। অথচ আদালত ভবনের চাঙড় খসে পড়েছে । ভেঙে পড়েছে আদালত ভবনের দেওয়াল । আদালত ভবনে ঘুরে বেড়ায় গবাদিপশুর দল আর পথ সারমেয়। সকলেই আতঙ্কে কখন ও কি ঘটে ৷ পাশেই দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবন তৈরির কাজ শুরু হয়েছিল 2021 সালে । তা আজও অসম্পূর্ণ অবস্থায় কেন রয়েছে ৷ সেই বিষয়টিও খতিয়ে দেখতে পৌঁছলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি । আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীকান্ত মণ্ডলের কাছে বিচারপতি কারণ জানতে চান ৷

আরও পড়ুন: ক্লাসরুমে চাঙড় ভেঙে আহত 15 পড়ুয়া

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীকান্ত মণ্ডল বলেন, " এখনও দু-কোটি 42লক্ষ টাকা বিচার বিভাগ থেকে বরাদ্দ হয়নি । আর সেই টাকার অভাবেই এখনও কাজ অসম্পূর্ণ রয়েছে । টাকা বরাদ্দ হয়ে গেলেই ছয় মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলেও বিচারপতিকে জানান ।" তাঁর কথার রেশ টেনেই দুর্গাপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী কল্লোল ঘোষ বলেন, "সর্বস্তরে জানিয়েছি আমরা । আমরা অত্যন্ত আশাবাদী আগামী 7-8 মাসের মধ্যে নতুন আদালত ভবনের কাজ শেষ হয়ে যাবে এবং রাজ্যের মানুষ একটি মফস্বল শহরে মডেল আদালত ভবন দেখতে পাবেন ৷ যা দুর্গাপুরের মানুষকে গর্বিত করবে ।পুরনো আদালত ভবন আতঙ্কের আদালত ভবনে পরিণত হয়েছে ৷ একথা একদম সত্যি। যেভাবে কংক্রিট খসে পড়ছে তাদের যে কোন মুহূর্তে বড়সড় বিপদ ঘটতে পারে ।" এরপরেই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন । তিনি আরও জানান দুর্গাপুর মহকুমা আদালতের পুরনো ভবন দ্রুত সংস্কারের কথা। কালী পূজোর আগেই পুরনো আদালতের ভগ্ন অবস্থাগুলি মেরামত করার নির্দেশ দেন ।"

ABOUT THE AUTHOR

...view details