দুর্গাপুর, 20 নভেম্বর: ইস্পাত কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন দুর্গাপুর ইস্পাত প্ল্যান্ট কর্তৃপক্ষ (Durgapur Steel Plant Accident) ৷ অন্যান্য দিনের মতোই রবিবার কারখানার কাজ শুরু হয়েছিল সকালেই ৷ তাল কাটল দুর্ঘটনায় ৷ ব্লাস্ট ফার্নেস থেকে উত্তপ্ত গলিত লোহা নিয়ে যাওয়ার সময় একটি ল্যাডেল উলটে এক শ্রমিকের উপর পড়ে যাওয়াতেই দুর্ঘটনা ঘটে ৷ এই ঘটনাতে কাঠ গোড়ায় কারখানার শ্রমিক নিরাপত্তা ৷ প্রশ্ন উঠেছে কিভাবে কারখানা লেকোতে গলিত উত্তপ্ত লোহা কীভাবে যাচ্ছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখাতেই তদন্তের নির্দেশ দিয়েছেন ডিএসপি কতৃপক্ষ ৷
সূূত্রের খবর, এই ঘটনার পরেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন কর্মীরা ৷ দুর্ঘটনার জেরে সব শ্রমিক সংগঠনও নিরাপত্তার দাবি জানিয়ে ৷ পরিস্থিতি সামাল দিতে আসরে নামে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ ৷ ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশদেন ডিএসপি কতৃপক্ষ ৷
আরও পড়ুন:দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত কর্মী, আহত 3