পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে লরি চুরির নাটক, গ্রেফতার লরি মালিক - কুলটি থানা

লরি চুরির ভুয়ো অভিযোগ দায়ের করেছিলেন এক লরি মালিক ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে লরির কিস্তি মেটাতে না পেরে নম্বর প্লেট বদলে লরি চালকের এমন কারসাজি ৷ আপাতত পুলিশি হেফাজতে দিন কাটাচ্ছে লরির মালিক ৷

কুলটি থানা
কুলটি থানা

By

Published : May 23, 2021, 1:32 PM IST

কুলটি, 23 মে : ফাইন্যান্সে লরি কিনে সেই লরির কিস্তি মেটাতে না পেরে নাম্বার প্লেট বদলে দিল লরির মালিক। শুধু তাই নয় নিজের লরি চুরি হয়েছে বলে থানাতেও ভুয়ো অভিযোগ দায়ের করেছিলেন তিনি। পুলিশ তদন্তে নেমে কুলটির চিনাকুড়ি থেকে লরিটি আটক করেছে। গ্রেফতার করা হয়েছে ভুয়ো অভিযোগকারীও। পুলিশি জেরার মুখে লরির কিস্তি দিতে না পেরেই তিনি এমন মিথ্যে লরি চুরির গল্প ফেঁদেছিলেন বলে জানিয়েছেন তিনি ।

গত বছর কুলটি থানায় একটি অভিযোগ দায়ের করেন এক লরির মালিক। তার দাবি ছিল তার লরিটি চুরি হয়ে গেছে। পুলিশ তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে পায়। কোনও লরি চুরি হয়নি। বরং লরিটিকে ফাইনান্স কোম্পানির থেকে লুকিয়ে রাখতেই চুরির নাটক করেছিল লরির মালিক। নম্বর প্লেট পর্যন্ত বদলে দিয়েছিলেন। ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বর মিলিয়ে তল্লাশি চালাতেই আসল সত্য বেরিয়ে আসে।

কী বললেন কুলটি এসিপি ওমর আলি মোল্লা


তবে এখানেই শেষ নয় ৷ পুলিশ জানিয়েছে, একটি নয়, তিনটি লরি একই নাম্বারে চালানো হচ্ছিল বিভিন্ন জায়গায়। তদন্তে নেমে ভুয়ো অভিযোগকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে ওই লরি মালিকের সহযোগীও। আটক করা হয়েছে লরিটিও। যদিও তদন্তের স্বার্থে পুলিশ নাম জানাতে চায়নি। আসানসোল দুর্গাপুর পুলিশের কুলটি এসিপি ওমর আলি মোল্লা জানিয়েছেন, অনুমান করা হচ্ছে একটি চক্র কাজ করছে এর পিছনে।

আরও পড়ুন :যশের আগে কী কী প্রস্তুতি, আজ বৈঠকে মোদি

ABOUT THE AUTHOR

...view details