পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DPL Worker Died: ডিপিএল কারখানার পরিত্যক্ত কর্মী আবাসন ভাঙতে গিয়ে বিপত্তি, মৃত্যু এক শ্রমিকের - ডিপিএল কারখানা

ডিপিএল কারখানার কর্মীদের জন্য তৈরি হওয়া ডিপিএল কলোনিতে পরিত্যক্ত আবাসন ভাঙতে গিয়ে বিপত্তি ৷ শনিবার কংক্রিটের তৈরি চাঁই এক শ্রমিকের মাথায় ভেঙে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয় ৷

Etv Bharat
ডিপিএল কারখানার পরিত্যক্ত কর্মী আবাসন ভাঙা হচ্ছে

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 10:54 PM IST

ডিপিএল কারখানার পরিত্যক্ত কর্মী আবাসন ভাঙতে গিয়ে বিপত্তি

দুর্গাপুর, 16 সেপ্টেম্বর:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ধুঁকতে থাকা রাজ্য সরকারের নিজস্ব ডিপিএল কারখানাকে বাঁচাতে এই কারখানার জন্য অধিগৃহীত ফাঁকা থাকা জমিগুলি বিক্রির কথা বলেছিলেন । বিগত বাম সরকারের সময়কালে প্রয়াত শিল্পমন্ত্রী নিরুপম সেনের মুখেও একই কথা শোনা গিয়েছিল । হঠাৎ করে ডিপিএল কারখানার কর্মীদের জন্য তৈরি হওয়া ডিপিএল কলোনিতে পরিত্যক্ত যে আবাসন, সেগুলি ভেঙে ফেলার কাজ শুরু হয় । শনিবার তেমনই একটি আবাসন ভাঙার কাজ চলছিল । সেই সময় কংক্রিটের চাঁই এক শ্রমিকের মাথায় পড়ে । ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয় । আর এই নিয়ে শুরু হয়েছে তরজা ।

সাধারণ মানুষের অভিযোগ, এই আবাসনগুলি কে বা কারা ভাঙছে তা তারাও স্পষ্ট কিছু জানেন না ৷ বিজেপির পক্ষ থেকে বিপিএল কর্তৃপক্ষকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যতক্ষণ না মৃত শ্রমিকের পরিবারকে নিয়ম মেনে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিজেপির নেতা-কর্মীরা ডিপিএল কারখানার প্রশাসনিক ভবনের বাইরে আন্দোলন চালাবেন । দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের পরিত্যক্ত আবাসনগুলি ভাঙার কাজ শুরু করেছে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ । আবাসন গুলি ভাঙার কাজ করছে বেসরকারি ঠিকাদার সংস্থা । ওই ঠিকাদার সংস্থার অধীনে কাজ করছে বহু শ্রমিক ।

আরও পড়ুন: হাওড়া স্টেশনে হকার বিক্ষোভে আরপিএফের লাঠিচার্জের অভিযোগ, উত্তেজনা

শনিবার সকাল থেকে দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড টাউনশিপের বিএন 35 এর আবাসন ভাঙার কাজ চলছিল একটি প্রগলেনের মাধ্যমে। আর শ্রমিকরা ওই আবাসনের দেওয়াল থেকে ইট বের করছিল। তখনই একটি কংক্রিটের পিলার তার মাথায় পড়ে । ঘটনাস্থলে মৃত্যু হয় ওই শ্রমিকের। স্থানীয়দের অভিযোগ ওই শ্রমিককে ফেলে রেখেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান ঠিকাদার সংস্থার অন্যান্য কর্মীরা । স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় কোকওভেন থানার পুলিশকে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ।

তবে স্থানীয় বাসিন্দা সম্রাট চট্টরাজ সাফ জানিয়েছেন, "স্থানীয়দের অন্ধকারে রেখে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ কেন এই আবাসনগুলি ভাঙছে তার জবাব দিতে হবে । কেনই বা শ্রমিকদের নিরাপত্তা সামগ্রী না-দিয়েই কাজ করানো হচ্ছে? তারও জবাব দিতে হবে ।" এই বিষয়ে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ বিভাগের আধিকারিক স্বাগতা মিত্র জানান, ঠিকাদারী সংস্থা পরিত্যক্ত আবাসন গুলি ভাঙার কাজ করছিল সেখানেই মৃত্যু হয়েছে এক শ্রমিকের । তবে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই বিষয়টিও খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

ABOUT THE AUTHOR

...view details