পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রনডিহাতে দামোদরে ডলফিন, নজরদারি শুরু বনদপ্তরের

কয়েক বছর আগেও এই রনডিহাতে ডলফিন দেখা গিয়েছিল । বনদপ্তরের পক্ষ থেকে শনিবার থেকে নজরদারি চালানো হচ্ছে ।

Dolphin at Damodar
রনডিহাতে দামোদরে ডলফিন

By

Published : Aug 31, 2020, 8:35 AM IST

Updated : Aug 31, 2020, 8:46 AM IST

দুর্গাপুর , 31 আগস্ট : কাঁকসার রনডিহাতে দামোদরে দেখা গেছে ডলফিন । শনিবার এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে বনদপ্তরের তরফে দিন-রাত নজরদারি চালানো হচ্ছে । যদিও বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, তাঁরা এখনও পর্যন্ত কোনও ডলফিন দেখতে পাননি ।

কাঁকসা থানা এলাকার রনডিহাতে রয়েছে দামোদরের চেক ড্যাম । প্রবল বর্ষার কারণে জল ছাড়া হয়েছে DVC-র পক্ষ থেকে । শনিবার রনডিহাতে ডলফিন দেখা যায় বলে খবর ছড়িয়ে পড়ে ।

কয়েক বছর আগেও এই রনডিহাতে ডলফিন দেখা গিয়েছিল । বনদপ্তরের পক্ষ থেকে শনিবার থেকে নজরদারি চালানো হচ্ছে । পানাগড়ের ফরেস্ট রেঞ্জ অফিসার তরুণ বন্দ্যোপাধ্যায় বলেন, "শনিবার আমরা রনডিহাতে ডলফিন আসার খবর পাই । তারপর থেকেই নজরদারি চালানো হচ্ছে । আমরা বিষয়টির উপর নজর রেখেছি । এখনও পর্যন্ত আমরা কোনও ডলফিন দেখতে পাইনি । "

রনডিহাতে দামোদরে ডলফিন , কী বলছেন বনদপ্তরের কর্মীরা ?

শনিবার সকাল থেকেই ডলফিন দেখতে অনেকেই ভিড় জমায় দামোদরের তীরে । যদিও অল্প সময়ের জন্য ডলফিনটিকে দেখা গিয়েছিল বলে দাবি ওই এলাকার বাসিন্দাদের ।

Last Updated : Aug 31, 2020, 8:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details