আসানসোল, 9 সেপ্টেম্বর : বিশেষজ্ঞরা বলছেন দরজায় কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ । মানুষকে বিভিন্ন ভাবে সচেতন করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে । কিন্তু যাঁদের খোঁজ কেউ রাখে না, শহরের এক প্রান্তে প্রিয়জনদের ছেড়ে যাঁরা বৃদ্ধাবাসে অসহায় দিনযাপন করেন, এবার তাঁদের কথা ভেবেই এগিয়ে এলেন রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ইসিএলের চিকিৎসকরা । হীরাপুরের প্রান্তিক বৃদ্ধাশ্রমের প্রায় 30 জন আবাসিকদের স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি নানা প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জাম প্রদান করা হল ।
হীরাপুরের ঢাকেশ্বরী এলাকায় বৃদ্ধাশ্রমে 30 জন আবাসিক রয়েছেন । শহরের একেবারে প্রান্তিক এলাকায় অসহায় এই আবাসিকদের প্রিয়জনরা তাঁদের খোঁজ রাখেন না । কয়েকজন নিঃস্বার্থে ঢাকেশ্বরী কটনমিলের পরিত্যক্ত একটি আবাসনে এই বৃদ্ধাশ্রমটি চালান । ফলে পরিকাঠামোর অভাব থেকে শুরু করে নানা সমস্যা রয়েছে এই বৃদ্ধাশ্রমের । শহরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এই বৃদ্ধাশ্রমের পাশে থাকে। এবার রাষ্ট্রায়ত্ত কয়লা সংস্থা ইসিএলের নিজস্ব চিকিৎসকরা বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়ালেন ।