আসানসোল, 15 জুন : হাসপাতালের ভিতরে নয় বাইরে ম্যারাপ খাটিয়ে চিকিৎসা পরিষেবা দিয়ে অভিনব প্রতিবাদে নামলেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা । এর জেরে নাকাল রোগী ও পরিজনরা ।
সোমবার (10 জুন) রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয় NRS । প্রহৃত হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জি । প্রতিবাদে বুধবার থেকে সব সরকারি ও বেসরকারি হাসপাতালে OPD বন্ধের ডাক দেয় ডাক্তারদের সংগঠন । এর জেরে সব হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে রোগীদের । কিন্তু আসানসোল জেলা হাসপাতালের চিত্রটা অন্যরকম । এখানে প্রতিবাদ মিছিল করছেন চিকিৎসকরা । আবার প্যান্ডেল খাটিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী বহির্বিভাগ । সেখানেই চলছে চিকিৎসা ।