থাইরয়েডের ওষুধের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আসানসোল, 25 মে:থাইরয়েডের ওষুধ খেলে রক্তদান করা যায় না । প্রাথমিক গাইডলাইনে এমনটাই রয়েছে বলে জানাচ্ছেন সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের দায়িত্বে থাকা চিকিৎসকরা । শুধু তাই নয়, থাইরয়েডের মাত্রা কম থাকলেও অনেক সময় অনেক চিকিৎসক ওষুধ চালু করে দেন । ফলে সেই রোগীরাও রক্তদান করতে অক্ষম হয়ে যান । রোগী যত বাড়ছে, রক্তদাতার সংখ্যা ততই কমছে । তাই ওষুধ লেখার ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন আছে বলে মত খোদ ডাক্তারদেরই ।
থাইরয়েডের ওষুধ খেলে রক্তদানের সময় হেপাটাইটিস বি-সহ অনান্য বেশ কিছু পরীক্ষা করা হয় ৷ সেই রক্তের রিপোর্ট উলটো বিভ্রান্তিমূলক আসতে পারে । তাই রক্তদান করার সময়েই জিজ্ঞেস করে নেওয়া হয় স্বেচ্ছায় রক্ত দিতে আসা মানুষটি কি থাইরয়েডের ওষুধ খান ? যদি খান, তার রক্ত নেওয়া হয় না । কিন্তু কারা ওষুধ খাচ্ছেন, কত মাত্রায় ওষুধ খাচ্ছেন সেটাও আলাদা করে দেখা উচিত। একটি ডায়াগনস্টিক সেন্টারে থাইরয়েড টেস্ট করিয়েই ওষুধ শুরু করা উচিত নয় বলেই মনে করছেন আসানসোলের বিশিষ্ট চিকিৎসকরা । কারণ ওষুধ শুরু হয়ে গেলেই রক্তদানের মত মহান কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে ।
আসানসোল জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার তথা ব্লাড ব্যাংকের ইনচার্জ সঞ্জিত চট্টোপাধ্যায় জানান, যারা থাইরয়েড সম্পর্কিত যে কোনও ওষুধ খান তারা রক্ত দিতে পারেন না । কিন্তু কোথাও মনে হচ্ছে থাইরয়েডের ওভার ডায়গনসিসও হচ্ছে । টিএসএইচ নির্দিষ্ট মাত্রা ছাড়ালে এবং রোগীর উপসর্গ থাকলে তবেই ওষুধ দেওয়া হয় । কিন্তু অনেক ক্ষেত্রে টিএসএইচ সামান্য ধরা পড়লেই ওভার ট্রিটমেন্ট করা হয়ে যাচ্ছে । আর এর ফলে যারা নিয়মিত রক্তদান করেন, কিন্তু অল্প ডোজে তাদের থায়রক্সিন দিয়ে দেওয়া হচ্ছে ৷ ফলে তারা আর রক্ত দিতে পারছেন না । তিনি বলেন, এই বিষয়ে একটু যত্নবান হওয়া দরকার । প্রোটোকল মেনে যদি চিকিৎসা করা হয়, তাতে রোগীও উপকৃত হবে ৷ সঙ্গে রক্তদান করা যাবে ।"
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আসানসোলের বিশিষ্ট চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত । রক্তদান সংক্রান্ত গাইডলাইন পুনর্বিবেচনা করার প্রয়োজন বলে তিনি জানিয়েছেন ৷ তাঁর মতে, "এত মানুষ থাইরয়েডে আক্রান্ত হচ্ছেন দেশে । তাই রক্তদান সংক্রান্ত গাইডলাইন নিয়েও ভাবা উচিত ।" তবে থাইরয়েডের ওষুধ শুরু করা নিয়েও সতর্কতার প্রয়োজন বলে জানিয়েছেন এই চিকিৎসক । তিনি বলেন, "শুধু যে টিএসএইচ সামান্য বেশি থাকলেই ওষুধ শুরু করে দেওয়া যাবে, তা কিন্তু নয় । বাকি অনেক দিক দেখতে হবে । আর যেহেতু ওষুধ শুরু করলেই রক্ত দেওয়া যাবে না, তাই এই বিষয়ে সতর্কতার প্রয়োজন আছে ৷ না হলে স্বাভবিকভাবেই রক্তদাতার সংখ্যা কমবে ।"
আরও পড়ুন:সন্তান ধারণের পরিকল্পনার সময় গুরুত্ব দিতে হবে থাইরয়েডকে, পরামর্শ চিকিৎসকের