দুর্গাপুর, 5 জুন : দুর্গাপুরের দামোদর নদীর তীরে পশ্চিমবঙ্গ ছাত্র ও যুব আবাস কেন্দ্রের কোয়ারানটিন সেন্টার পরিদর্শনে পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি । সেন্টারের ব্যবস্থাপনা দেখে খুশি তিনি । যদিও তাঁকে দেখে বিভিন্ন অভাব-অভিযোগ নিয়ে সরব হন সেখানকার মানুষজন । জেলাশাসক তখন বলেন, "আমরা আপনাদেরই লোক ।" যদি এবিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি প্রশাসনিক আধিকারিকরা ।
ট্রেন পরিষেবা চালু হওয়ায় ও বিশেষ ট্রেন শুরু করায় পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে শুরু করেছেন । সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাঁদের 14 দিনের জন্য কোয়ারানটিন সেন্টারে রাখা হচ্ছে । দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় দামোদর তীরবর্তী পশ্চিমবঙ্গ ছাত্র ও যুব আবাস কেন্দ্রের কোয়ারানটিন সেন্টারে এই মুহূর্তে মোট 86 জনকে রাখা হয়েছে । যাঁদের মধ্যে 74 জন পরিযায়ী শ্রমিক । এই কেন্দ্রের বেশ কয়েকজন সংবাদমাধ্যমের সামনে অপরিচ্ছন্ন শৌচালয়, খাবারের নিম্নমান নিয়ে সরব হয়েছিলেন ।