পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরের বেহাল রাস্তা পরিদর্শনে জেলাশাসক - পশ্চিম বর্ধমানের জেলাশাসক

আজ দুর্গাপুর নগর নিগম এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডের বেহাল রাস্তা সরজমিনে ঘুরে দেখলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি । দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে, দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীর এস. এন. ব্যানার্জি রোড, নেতাজি সুভাষ রোড হয়ে জেলাশাসক যান শোভাপুর ।

পরিদর্শনে জেলাশাসক
পরিদর্শনে জেলাশাসক

By

Published : Sep 16, 2020, 9:39 PM IST

দুর্গাপুর, 16 সেপ্টেম্বর : দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত বেশ কিছু এলাকার রাস্তা একেবারে বেহাল অবস্থা । দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠা এই রাস্তাগুলির সংস্কারের নামগন্ধ নেই দীর্ঘ কয়েক বছর । সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে প্রতিনিয়ত । দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও রাস্তা সংস্কার করা হচ্ছিল না । সেই সমস্ত রাস্তায় আজ হঠাৎ পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি ।

দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে, দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের সাথে নিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীর এস. এন. ব্যানার্জি রোড, নেতাজি সুভাষ রোড হয়ে জেলাশাসক যান শোভাপুর । এই দীর্ঘ নয় কিমি রাস্তার কনিষ্ক রোড থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রাস্তার বেহাল দশা দেখে জেলাশাসকের চোখ কপালে ওঠে । তিনি রাস্তায় দাঁড়িয়েই DMC-র আধিকারিকদের কাছে এই রাস্তার সংস্কারের সম্পর্কে বিস্তারিত খোঁজ নিলেন । এরপর জেলাশাসক MAMC টাউনশিপের কিছু রাস্তা ঘুরে দেখেন ।

জেলা শাসক পূর্ণেন্দু মাজি সাংবাদিকদের বলেন,"দুর্গাপুজোর আগেই বেহাল রাস্তাগুলির সংস্কারের কাজ শেষ করার চেষ্টা করা হবে । দ্রুত কাজ শুরু হবে ।"

বেহাল রাস্তাগুলি সংস্কারের জন্য দীর্ঘ আশ্বাস মিলেছে। বিশেষ করে এস এন ব্যানার্জি মোড় থেকে শোভাপুর রোড পর্যন্ত এই নয় কিলোমিটার রাস্তা প্রায় তিন বছর ধরে শুধু আশ্বাসের বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে আছে বেহাল দশায় । এখন দেখার জেলাশাসকের দেওয়া আশ্বাস অনুযায়ী পুজোর আগেই এই রাস্তা সংস্কার হয় কি না ।

ABOUT THE AUTHOR

...view details