আসানসোল, ১৮ মার্চ: আসানসোল জেলা হাসপাতালে জন্য সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় একটি আধুনিক অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিলেন। মন্ত্রীর অভিযোগ, আসানসোল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ সেই অ্যাম্বুলেন্স নিতে রাজি হচ্ছে না। স্বভাবতই বাবুলের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।
বাবুল সুপ্রিয়র অ্যাম্বুলেন্স ফেরাচ্ছে জেলা হাসপাতাল - hospital
রাজ্য সরকার তাঁকে আসানসোল লোকসভা এলাকায় কাজ করতে বাধা দিচ্ছে বলে আগেও অভিযোগ তুলেছিলেন বাবুল সুপ্রিয়৷
এর আগেও রাজ্য সরকার তাঁকে আসানসোলে কাজ করতে বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন বাবুল সুপ্রিয়। এবারও বাবুলের দেওয়া অ্যাম্বুলেন্স গ্রহণ করল না আসানসোল জেলা হাসপাতাল৷ সম্প্রতি আসানসোলে এসে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, তিনি তাঁর সাংসদ কোটা থেকে দু'টি আধুনিক অ্যাম্বুলেন্স দিতে চেয়েছিলেন জেলার হাসপাতালকে। কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সেই অ্যাম্বুলেন্সের পেট্রোলের খরচ, চালকের খরচও বাবুল সুপ্রিয়কেই দিতে হবে। না হলে অ্যাম্বুলেন্স গ্রহণ করা হবে না। এই বিষয়ে বাবুল সুপ্রিয় বলেন, "সাংসদ অ্যাম্বুলেন্স দিলেও নিয়মমাফিক পেট্রোল বা চালকের খরচ রাজ্য সরকারকেই দিতে হয়। কোনওভাবেই সাংসদ সেই টাকা দিতে বাধ্য নন।"
এই বিষয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, "আসানসোল জেলা হাসপাতালে একটি আধুনিক ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স ছিল। ব্যবহার না হওয়ার কারণে রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে সিউড়ি সদর হাসপাতালে সেই অ্যাম্বুলেন্সটিকে পাঠানো হয়েছে। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় সেই অ্যাম্বুলেন্সটি আবার ফেরত পাওয়া যাবে। আর কেউ যদি অ্যাম্বুলেন্স দিতে চান সেই সিদ্ধান্ত জেলা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির বৈঠকে ঠিক হয়। প্রস্তাব এলে সে বিষয়ে আলোচনা হবে।"