দুর্গাপুর, 17 নভেম্বর : ছটপুজোর আগে দামোদরে পুণ্যস্নানে নেমে তলিয়ে মৃত্যু হল সনি তাঁতির(16 ) । দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের অধীন সুভাষপল্লির বাসিন্দা সনি তাঁতি আজ সকালে দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাটে ছটের পুণ্যস্নান করতে নেমেছিল। এরপরই ঘটে যায় দুর্ঘটনা ।
ছটপুজোর আগে দামোদরে পুণ্যস্নানে নেমে তলিয়ে মৃত্যু কিশোরীর - undefined
দুর্গাপুর নগর নিগমের 23 নম্বর ওয়ার্ডের অধীন সুভাষপল্লির বাসিন্দা সনি তাঁতি আজ সকালে দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাটে ছটের পুণ্যস্নান করতে নেমেছিল। এরপরই ঘটে যায় দুর্ঘটনা ।
কিশোরীর মৃত্যু
স্থানীয়দের তৎপরতায় ঘণ্টা তিনেক পর সনি তাঁতির নিথর দেহ দামোদরের জল থেকে উদ্ধার করা হয় । এরপরই উত্তেজিত জনতা বড়জোড়া থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ।
মৃত কিশোরীর পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, সনি তলিয়ে যাওয়ার পরেই দ্রুত বড়জোড়া থানার পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ যখন ঘটনাস্থানে আসে ততক্ষণে সব শেষ । উত্তেজিত জনতার রোষের মুখে পড়ে শেষ পর্যন্ত পুলিশ তড়িঘড়ি দেহ নিয়ে পালায় ।