পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SBSTC সংস্থার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কর্নেল দীপ্তাংশু - SBSTC

সদ্য প্রয়াত তমোনাশ ঘোষের পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরি ।

SBSTC New chairman Diptanshu Chowdhury
SBSTC New chairman Diptanshu Chowdhury

By

Published : Jul 9, 2020, 7:17 PM IST

দুর্গাপুর, 9 জুলাই : বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পদে যোগ দিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরি ।দুর্গাপুরে সরকারি নাইট সার্ভিস বাস পরিষেবা চালু নিয়ে ETV ভারতের মুখোমুখি হন নবনিযুক্ত চেয়ারম্যান ।

দীপ্তাংশু বলেন, “দুর্গাপুরে নাইট বাস সার্ভিস চালু করার বিষয়ে অবশ্যই গুরুত্ব দেব । তবে এই মুহূর্তে যেহেতু কোরোনার প্রকোপের কারণে বাস চলাচল প্রায় বন্ধ । তাই এখনই এই বিষয়ে ভাবছি না । তবে আগামীদিনে দুর্গাপুরের মানুষের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই নাইট বাস সার্ভিস চালু করা হবে ।”

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, “কর্নেল দীপ্তাংশু চৌধুরি চেয়ারম্যান হওয়ার কারণে আমাদের চাহিদা আরও অনেক বেশি বেড়ে গেল সরকারি এই পরিবহন সংস্থার কাছে । আসানসোল-দুর্গাপুর মহকুমার যে সমস্ত এলাকায় পরিবহনের দিক থেকে পিছিয়ে সেইসব এলাকাগুলির সঙ্গে মূল শহরের যোগাযোগ স্থাপনের জন্য সরকারি বাস যোগাযোগের আবেদন জানাব ।”

For All Latest Updates

TAGGED:

SBSTCNBSTC

ABOUT THE AUTHOR

...view details