পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Taunts Mamata: দলে ও ঘরে গুরুত্ব না পেয়ে একমাস বিশ্রামে মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের

Dilip Ghosh taunts Mamata Banerjee: দলে ও ঘরে গুরুত্ব না পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন একমাস বিশ্রামে করেছেন ৷ খড়গপুরে এ ভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷

Dilip Taunts Mamata
মমতাকে কটাক্ষ দিলীপের

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 12:44 PM IST

Updated : Oct 13, 2023, 12:54 PM IST

খড়গপুর, 13 অক্টোবর:দলে এবং ঘরে গুরুত্ব না-পেয়েই একমাস বিশ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভার্চুয়াল পুজোর উদ্বোধনের প্রসঙ্গ টেনে শুক্রবার এ ভাবেই মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এক চা চক্রে দিলীপ বলেন, "এখন নাকি শুনছি, মিডিয়াতে আসছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একমাস ঘর থেকে বেরোবেন না । কাটাবেন একান্ত বাসভবনে । কারণ শুনেছি নাকি তাঁর নিজের ঘরের এবং দলের মধ্যে তাঁর গুরুত্ব কমে গিয়েছে । যার ফলে উনি এখন ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করছেন । বাপের জন্মে শুনিনি ঘরে বসে ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করা হয় ।"

এ দিন নিজের বাসভবন থেকে বেরিয়ে খড়গপুরে এক চা চক্রে দলের কর্মী-সমর্থক ও নেতা-নেত্রীদের সঙ্গে মিলিত হন দিলীপ ঘোষ । এরপর সাংবাদিকদের মুখোমুখি হলে রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জবাবে দিলীপ বলেন, "রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিতেই পারেন বা মুখ্যমন্ত্রীও রাজ্যপালকে চিঠি দিতেই পারেন । চিঠি দেওয়াটা কোনও বড় ব্যাপার নয় । চিঠি দেওয়ার পরিবর্তে যদি একসঙ্গে কথা বলেন, বসেন, চা খান তো ভালোই হয় । কিন্তু এ রাজ্যে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে উপেক্ষা করে চলেন, তাই এই সমস্যা সৃষ্টি হয়েছে । তাই উপাচার্য নিয়োগ নিয়ে চিঠি দিতে হচ্ছে । আমি মুখ্যমন্ত্রীকে একটা পরামর্শ দেব, উনি বরং রাজ্যপালের সঙ্গে একদিন চা খেয়ে আসুন, মনটা ভালো হয়ে যাবে ।"

আরও পড়ুন:কলকাতায় বিজেপির আদি পার্টি অফিসে ‘ঘরহীন’ দিলীপ-রাহুল-সুকান্ত !

পিতৃতর্পণের আগেই, দেবীপক্ষ সূচনার পূর্বেই মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনেরও এ দিন তীব্র সমালোচনা করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "কখনও শুনিনি যে, দেবীপক্ষের আগে কোনও পুজোর উদ্বোধন হয় । কিন্তু এ রাজ্যে কিছু করার নেই ৷ সবটাই রাজ্য সরকার দ্বারা পরিচালিত । পুলিশ সুপারকে দিয়ে ভয় দেখিয়ে পুজো কমিটিগুলোকে দিয়ে জোর করে পুজো উদ্বোধন করিয়েছেন । এই পুজো উদ্বোধন করিয়ে তিনি বরং বাংলা আর বাঙালির কৃষ্টির অপমান করছেন ।"

এ দিন নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও মুখ খোলেন বিজেপির প্রবীণ নেতা । তাঁর মতে, নেতৃত্বের উচিত কর্মীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা । তাঁর কথায়, "দলের কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে । তবে তাঁদের সঙ্গে কথা বলা উচিত । তাঁদের সমস্যার কথা শোনা উচিত । যদি খুব বাড়াবাড়ি হয়, তখন দলগতভাবে যা ব্যবস্থা নেওয়া দরকার তার ব্যবস্থা নেওয়া উচিত । কিন্তু কেউ বলতে এলেই বা তাঁর সমস্যার কথা শোনাতে গেলেই তাঁকে এড়িয়ে যাওয়া এটা ঠিক নয়, এতে বরং দলের ক্ষতি হয় । অনেকেই আছেন, যাঁরা তাঁদের নিজের সমস্যার কথা সরাসরি বলতে চান ।

পুজোর প্রাক্কালে সারাদিন কর্মসূচি নিয়ে এ দিন মেদিনীপুর জেলায় এসেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ । তিনি খড়গপুরে বিভিন্ন কর্মসূচি রেখেছেন সারাদিন ।

Last Updated : Oct 13, 2023, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details