দুর্গাপুর, 24 ডিসেম্বর: দুর্গাপুর স্টিল টাউনশিপের মেজর পার্কে বিজেপি কর্মীদের সঙ্গে বনভোজনে যোগ দেন বিজেপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বিজেপি নেতা-কর্মীদের সামনে বক্তব্য দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, "কোভিডের পর বিশ্বের উন্নত দেশগুলির অবস্থা একেবারেই বেহাল । প্রত্যেক দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে । কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার কোনও অবনতি ঘটেনি ।" বিশ্বের অন্যান্য দেশে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, জিডিপি কমেছে । ঠিক উলটো হয়েছে আমাদের দেশে । আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক বেশি ঘটেছে মোদিজির আমলে (Dilip Ghosh praises Narendra Modi) ।"
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য-সভাপতি বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলিতে গমের সংকট দেখা দিয়েছে । আমাদের দেশের এফসিআই গোডাউনগুলিতে গম মজুদ নেই । কোভিডের সময় মানুষকে বিনামূল্যে গম দেওয়ার কারণে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া'র গোডাউনগুলি প্রায় ফাঁকা হয়ে গিয়েছে । গতকাল আবার ঘোষণা করা হয়েছে, আরও 1 বছর আমাদের দেশের 88 কোটি 50 লক্ষ মানুষকে বিনামূল্যে গম দেওয়া হবে । বন্দরে আমাদের চাষি ভাইদের গম পড়ে আছে । ইউরোপের দেশগুলি রাশিয়া থেকে গম নিচ্ছে না । মোদিজির (Narendra Modi) গুজরাতি বুদ্ধি কেমন দেখুন, ভারত এখন রাশিয়ার থেকে দু'টাকা কম দামে গ্রাম কিনছেন । সেই গম আমাদের দেশের মানুষ খাচ্ছেন । আর আমাদের দেশের উৎপাদিত গম বেশি দামে ইউরোপ পাড়ি দিচ্ছে । সাহেবরা এখন আমাদের দেশের গম খাচ্ছেন ।"