পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Ghosh: নন্দনে জায়গা পায়নি 'প্রজাপতি', মুখ খুললেন দিলীপ ঘোষ - প্রজাপতি

বিজেপি নেতা মিঠুনের সঙ্গে তৃণমূল সাংসদ দেব অভিনয় করায় 'প্রজাপতি' সিনেমার জায়গা হল না কলকাতার সরকারি সিনেমা হল নন্দনে ৷ এত ছোট মন কেন আপনার? নাম না করে মুখ্যমন্ত্রীকে এভাবেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

Dilip Ghosh
দুর্গাপুরে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

By

Published : Dec 25, 2022, 7:34 PM IST

দুর্গাপুরে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

দুর্গাপুর, 25 ডিসেম্বর:সম্প্রতি মুক্তি পাওয়া দেব এবং মিঠুনের 'প্রজাপতি' (Projapati) সিনেমার জায়গা হয়নি নন্দনে । যা ফের পারদ চড়িয়েছে রাজ্য রাজনীতিতে । নন্দনে 'প্রজাপতি' স্লট না-পাওয়ায় টুইট করে আক্ষেপ প্রকাশ করেছেন ছবি অভিনেতা দেবও । দুর্গাপুরের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷

এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে আক্রমণ করে বলেন, "ভোটে দাঁড়াতে চায়নি তবুও দেবকে জোর করে ভোটে দাঁড় করানো হয়েছিল ব্য়বসা বন্ধ করার ভয় দেখিয়ে ৷ সিনেমা করতে গেলেও তৃণমূল করতে হবে, তা না হলে সিনেমা হলে জায়গা দেওয়া হবে না ।"

নন্দনে 'প্রজাপতি'-র জায়গা না-হওয়া প্রসঙ্গে নাম না করে মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করতে শোনা গেল দিলীপ ঘোষকে । বিজেপির জাতীয় সহ-সভাপতি বলেন, "এত ছোট মন কেন আপনার?"

উল্লেখ্য, প্রজাপতি সিনেমায় দেবের বাবার চরিত্রে মিঠুনকে অভিনয় করতে দেখা গিয়েছে । যেখানে ছেলেকে আগলে রাখতে দেখা গিয়েছে বাবাকে, পাশাপাশি ছেলের বিয়ে দিতেও মরিয়া বাবা । এমন গল্পই তুলে ধরা হয়েছে । কিন্তু কলকাতার বুকে নন্দনে তৃণমূল সংসদ দেব এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর অভিনীত প্রজাপতি সিনেমার জায়গা না-হওয়ায় এখন রাজ্য রাজনীতিতেও পারদ চরতে শুরু করেছে ।

আরও পড়ুন:নন্দনে স্লট পেল না মিঠুন অভিনীত প্রজাপতি, টুইটে আক্ষেপ দেবের

ABOUT THE AUTHOR

...view details