পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dilip Agasty resigns : ইস্তফা দিলীপ অগস্থির, দুর্গাপুরের নতুন মেয়র নিয়ে জল্পনা - Dilip Agasty steps down as Durgapur municipal corporation mayor

শেষমেষ দলীয় হুইপে সোমবার মেয়র দুর্গাপুর নগরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ অগস্থি (Dilip Agasty steps down as Durgapur municipal corporation mayor)। কিন্তু কেন? কী এমন হল যাতে বর্তমান বোর্ডের সময়সীমার মাত্র 4 মাস আগেই মেয়রকে গদি ছাড়তে হল। উঠছে প্রশ্ন ৷

Dilip Agasty resigns
মেয়াদ শেষের আগেই মেয়র পদে ইস্তফা দিলীপ অগস্থির, দুর্গাপুরের নতুন মেয়র নিয়ে জল্পনা

By

Published : Dec 13, 2021, 9:44 PM IST

দুর্গাপুর, 13 ডিসেম্বর : দুর্গাপুর নগরনিগম বর্তমান বোর্ডের মেয়াদের বাকি আর মাত্র 4 মাস। দীর্ঘদিনের মেয়র দিলীপ অগস্থির বদল নিয়ে টানাপোড়েন চলছে। শেষমেষ দলীয় হুইপে সোমবার মেয়র দুর্গাপুর নগরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন দিলীপ অগস্থি (Dilip Agasty steps down as Durgapur municipal corporation mayor)। কিন্তু কেন? কী এমন হল যাতে বর্তমান বোর্ডের সময়সীমার মাত্র 4 মাস আগেই মেয়রকে গদি ছাড়তে হল।

দু'বছর আগে দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠকে দুর্গাপুরের মেয়রকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র দিলীপ অগস্থির বিরুদ্ধে অধিকাংশ কাউন্সিলর হামেশাই কর্পোরেশনে 'একনায়কতন্ত্র' চালানোর অভিযোগ তোলেন। কিন্তু মেয়র দিলীপ অগস্থি তাতে দমেননি। তাই বছর দেড়েক আগেই মুখ্যমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে সমস্ত অভিযোগ শুনে দ্রুত মেয়র বদলের নির্দেশ দেন। যদিও সে সময় মেয়র দিলীপ অগস্থিকে 'দক্ষ প্রশাসক' আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু তিনি যেহেতু রাজনৈতিক পরিমণ্ডলে ওতপ্রোতভাবে জড়িত নন তাই কিছু সমস্যা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ সবমিলিয়ে মেয়র বদল আর হয়ে ওঠেনি দুর্গাপুর নগরনিগমের।

তবে প্রায়শই মেয়র বদল হচ্ছে এই নিয়ে জোর জল্পনা ছড়ায় শিল্পশহরজুড়ে। জানা গিয়েছে সোমবার মেয়রকে ইস্তফা দিতে বলা হয় দলের তরফ থেকে। বোর্ডের মেয়াদের ৪ মাস বাকি, এমতাবস্থায় মেয়র বদল কেন? বর্তমানে বিজেপির নেতা জিতেন্দ্র তিওয়ারি ও মন্ত্রী অরুপ বিশ্বাসের হাত ধরে বাম আমলের আমলা পদে থাকা দিলীপ অগস্থিকে তাঁর স্বচ্ছ ভাবমূর্তি দেখে মেয়র পদে বসানো হয়েছিল সে সময়। তখন দলের পক্ষ থেকে দুর্গাপুরে শাসকদলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত কাউকে মেয়র পদে বসানোর যোগ্য মনে করা হয়নি কেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন ৷ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় নাম শিবদাসান দাসু যদিও বলছেন দিলীপ অগস্থি নিজেই সরে গিয়েছেন ৷ তবে কারণ খোলসা করেননি তিনি ৷

দিলীপ অগস্থির জায়গায় এবার কে হবেন মেয়র? তা নিয়ে নিশ্চিত কিছু শোনা না গেলেও দলের পক্ষ থেকে দুটি নাম শোনা যাচ্ছে। একজন বর্তমান ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় । তার আরও একটি পরিচয় তিনি শাসকদলের প্রথম মেয়র অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী। আর একজনের নামও আলোচনায় উঠছে ৷ তিনি সদ্য প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্নেহধন্য মৃগেন্দ্রনাথ পাল। তবে স্থানীয় নেতৃত্ব বলছে, অনিন্দিতা মুখোপাধ্যায় কিছুটা হলেও এগিয়ে রয়েছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details