দুর্গাপুর, 20 জানুয়ারি: কাঁকসায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে মিড-ডে মিল রান্না করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Didir Doot Minister Pradeep Majumder Cooks Mid-Day Meal) ৷ তারপর মধ্যাহ্নভোজে তা পড়ুয়াদের সঙ্গে বসে খেলেনও তিনি ৷ শুক্রবার সকাল 10টায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়েছিলেন কাঁকসার আমলাজোড়া এলাকায় ৷ প্রদীপ মজুমদারকে দেখা গেল বাইকে করে আমলাজোড়ার পাড়ায় পাড়ায় ঘুরতে ৷ সকলের সমস্যার কথা শুনতেও দেখা গেল তাঁকে ৷ এর পর সেখান থেকে দুপুরে পৌঁছে যান আমলাজোড়া উচ্চ বিদ্যালয়ে ৷
স্কুলে পৌঁছে প্রথমে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী ৷ তারপর মন্ত্রীকে দেখা যায় মিড-ডে মিলের রান্নাঘরে ঢুকতে ৷ সেখানে গিয়ে নিজের হাতে খুন্তি তুলে নেন ৷ সেখানেই পড়ুয়াদের সঙ্গে মিড-ডে মিলের রান্না করা খাবার খেয়েছেন মন্ত্রী ৷ ডাল, পাঁচমেশালি তরকারি ও বাঁধাকপির তরকারি দিয়ে মধ্যাহ্নভোজ সারেন পড়ুয়াদের সঙ্গে বসে ৷ তবে, ডিমসেদ্ধটি পাশের এক খুদে পড়ুয়াকে তুলে দেন তিনি ৷ এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার পাঁচমেশালি তরকারি রান্না করেন স্কুলে ৷