আসানসোল, 6 অক্টোবর : পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা । বাঙালির পুজো শুরু হয়ে যায় এই মহালয়া থেকেই । মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে স্তোত্র পাঠেই যেন বাঙালির দুর্গাপুজোর সূচনা হয়ে যায় । অথচ এই বাংলাতেই এমন দুর্গাপুজো আছে যেখানে আগমনেই বাজে বিদায়ের সুর । মহালয়াতেই দুর্গাপুজো শেষ হয়ে যায় পশ্চিম বর্ধমানের হীরাপুরের ধেনুয়া গ্রামে কালিকৃষ্ণ আশ্রমে ।
দামোদর নদের ধারে প্রকৃতির মাঝে কালিকৃষ্ণ আশ্রম । সত্তরের দশক থেকে এখানে আগমনী দুর্গার পুজো হয়ে আসছে ৷ মন্দিরের পুরোহিত আশিস কুমার ঠাকুর জানিয়েছেন, “দেবীর কুমারী রুপের এখানে পুজো করা হয় । তাই দেবী প্রতিমার সঙ্গে নেই কার্তিক, গনেশ বা লক্ষ্মী, সরস্বতী । আছে শুধু দুই সখী জয়া ও বিজয়া । নেই মহিষাষুরও । তাই দেবীর মুখেও প্রশান্তির ছাপ । এই পুজোর বৈশিষ্ট হল একই দিনে সপ্তমীর নবপত্রিকা স্নান করিয়ে নিয়ে আসা থেকে শুরু করে সপ্তমী, অষ্ঠমী, নবমী, দশমীর পুজো অনুষ্ঠিত হয়ে থাকে।” সারাদিন পুজোর শেষে বাজে দশমীর বিদায়ের সুর ।