আসানসোল, 26 জুলাই:পশ্চিম বর্ধমানে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি । ইতিমধ্যেই দুর্গাপুরের পলাশডিহাতে ডেঙ্গির ক্লাস্টার নজরে এসেছে । আক্রান্তের সংখ্যা 50 এর বেশি । জানুয়ারি মাস থেকে গোটা জেলায় আক্রান্তের সংখ্যা 130 ছাড়িয়ে গিয়েছে । কিন্তু মশা মারতে কামান দাগাতে এখনও দেখা যায়নি । রাস্তায়, গ্যারাজের টায়ারে আরও বিভিন্ন ছোটখাটো গর্তে জমা জল দেখা যাচ্ছে । তাতে কিলবিল করছে মশার লার্ভা । মাত্র দু'জন পতঙ্গবিদ জেলায় । লার্ভা খুঁজতে গিয়ে তাঁরা হাঁপিয়ে উঠছেন। জেলা প্রশাসনের অবশ্য দাবি, ডেঙ্গি প্রতিরোধে তৎপর তারা ।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস জানিয়েছেন, 20 জুলাইয়ের পর দুর্গাপুরে ডেঙ্গির সংখ্যা 50 ছাপিয়ে গিয়েছে । অন্যদিকে চলতি বছরে পশ্চিম বর্ধমান জেলায় এখনও পর্যন্ত মোট ডেঙ্গি ধরা পড়েছে 130টি । আসানসোল মহকুমায় সেই সংখ্যা 20 । জেলা স্বাস্থ্য দফতরের দাবি, এখনও উদ্বেগজনক পরিস্থিতি নেই । কিন্তু শহরাঞ্চলে চোখ রাখলেই দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় জমা জল । গ্যারাজের টায়ার, পরিত্যক্ত পাত্র, এমনকী রাস্তার ধারেও জমা জল চোখে পড়ছে । আর তাতে কিলবিল করছে মশার লার্ভা ।