আসানসোল, 8 জুন: আসানসোল রেল ডিভিশনের ডিআরএম (DRM)-এর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা ৷ আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকারের নাম করে একটি প্রতিষ্ঠিত ইলেক্ট্রনিক্স দোকানকে টেন্ডার পাইয়ে দেওয়া হবে, এমন প্রতিশ্রুতিতে 1 লাখ 20 হাজার টাকার প্রতারণা হল । দোকানের মালিক প্রতারিত হয়েছেন বোঝার পর রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ।
আরপিএফ ও রেলের দুর্নীতিদমন শাখা ঘটনার তদন্ত নেমে দু‘জনকে হাওড়া থেকে গ্রেফতার করেছে । ধৃতদের নাম সৌম্য সিংহ এবং অনিন্দ্য দে । ধৃতদের আসানসোল দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হয়েছে ।
10 মে আসানসোলের একটি প্রতিষ্ঠিত ইলেকট্রনিক্স দোকানের মালিক রেল কর্তৃপক্ষকে একটি অভিযোগ করে । অভিযোগে বলা হয়, তাঁর কাছে দুই ব্যক্তি আসানসোল রেল ডিভিশনের ডিআরএম সুমিত সরকারের নাম করে জানান, যে রেল প্রচুর পরিমাণে এয়ার কন্ডিশন, টিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য কিনবে । তার জন্য 1 লাখ 20 হাজার টাকা টেন্ডার মূল্য একটি বিশেষ অ্যাকাউন্টে ফেলতে বলা হয় ।