দুর্গাপুর, 9 অক্টোবর: খনির নিচে কর্মরত অবস্থায় মৃত্যু হল এক শ্রমিকের ৷ সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহার ঝাঁজরা এমআইসি কোলিয়ারিতে । মৃত শ্রমিকের নাম পূরণ কোল ৷ বয়স আনুমানিক 52 বছর ৷ তিনি অণ্ডালের চনচনি এলাকায় পরিবার নিয়ে বাস করতেন ।
জানা গিয়েছে, প্রত্যেক দিনের মতোই আজও নিজের কাজে গিয়েছিলেন পূরণবাবু । খনির নিচে কর্মরত অবস্থায় দুর্ঘটনার শিকার হন তিনি । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ এদিকে শ্রমিকের মৃত্যুর ঘটনা জানাজানি হতেই, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খনি চত্বরে । খনির নিচে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন । যেভাবে ইসিএলের খনিগুলিতে জীবন হাতে নিয়ে শ্রমিকরা খনির নিচে কাজ করেন আজকের ঘটনা তার একটা প্রমাণ বলেই মনে করছেন শ্রমিকদের একাংশ ।
মৃত শ্রমিকের পরিবারকে উপযুক্ত আর্থিক সাহায্য এবং পরিবারের একজনের দ্রুত চাকরিতে বহালের দাবিতে বিক্ষোভ চলে খনি চত্বরে । এই বিষয় নিয়ে ইসিএলের ঝাঁজরা এরিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন মৃতের পরিবার ও শ্রমিক সংগঠনের লোকেরা । সংশ্লিষ্ট কোলিয়ারির কেকেএসি (কয়লা খাদান শ্রমিক কংগ্রেস) বিকেল সাড়ে চারটে পর্যন্ত দাবি না মেটাই খনির নিচেই রাখে মৃত শ্রমিকের দেহ ।
শ্রমিক সংগঠনের দাবি, ইসিএল কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত না লিখিত আকারে সমস্ত দাবি মেনে নিচ্ছে কোলিয়ারির কাজ বন্ধ রেখে মৃতদেহ খনির নিচেই রাখা থাকবে । সন্ধ্যা ছ'টা নাগাদ কর্তৃপক্ষ মেনে নেওয়ার পর দেহ খনির নিচে থেকে উপরে ওঠানো হয় । সংগঠনের পক্ষ থেকে খনির নিচে এই দুর্ঘটনার মৃত্যুর পিছনে কী কারণ তার তদন্তের দাবি জানানো হয় । যদিও সংশ্লিষ্ট কোলিয়ারিতে খনির নিচে কাজ করা শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইসিএল কর্তৃপক্ষের ।
আরও পড়ুন : নিজেদের খনির সত্যি ঘটনায় তৈরি অক্ষয়ের মিশন রানিগঞ্জে অভিনয় করে উচ্ছ্বসিত কর্মীরা