দুর্গাপুর, 29 মে : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের । নাম হরেন দাস (75) । দুর্গাপুর কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুর মোড়ের ঘটনা । এই ঘটনায় তোলাবাজির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । উত্তেজিত জনতা এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে রাখে ।
দুর্গাপুরে দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে উত্তেজনা, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ - accident
আজ সকাল 10টা নাগাদ একটি লরি পিছন থেকে এসে এক বৃদ্ধকে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । দুর্গাপুর কোকওভেন থানার অন্তর্গত শ্যামপুর মোড়ের ঘটনা ।
অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান সড়ক পথে সিভিক ভলান্টিয়াররা তোলাবাজি করে । এই কাজে মদত দেন পুলিশ কর্মীরা । দিনের বেলাতেও চলে এইরকম কাজ । তাই তোলাবাজির হাত থেকে রেহাই পেতে অনেকেই বেপরোয়া ভাবে চালান গাড়ি ।
আজ সকাল 10টা নাগাদ হরেনবাবু সাইকেল নিয়ে স্টেশন বাজার থেকে শ্যামপুরে নিজের বাড়িতে ফিরছিলেন । রাস্তা পারাপার করার সময় শ্যামপুর মোড়ে একটি লরি পিছন থেকে এসে তাঁকে চাপা দেয় । এরফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর । এরপরই উত্তেজিত জনতা মৃতদেহ আটকে রেখে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলে । বিক্ষোভ দেখাতে শুরু করে । প্রথমে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা মৃতদেহ তুলতে গেলে উত্তেজিত জনতা তাতে বাধা দেয় । কোকওভেন থানার পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তিও হয় তাদের । প্রায় দু'ঘণ্টা ধরে অবরোধ চলার পর বলপূর্বকভাবে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে । তারপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ।