দুর্গাপুর, 11 জুন: দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে গত মে মাসের 8 তারিখ দুর্গাপুরে বামুনারার পাশে বেসরকারি এক হাসপাতালে ভর্তি হয় । জুন মাসের 10 তারিখ বৃহস্পতিবার রাত্রে ওই ব্যক্তি মারা যায় । মোটা টাকা বিল করার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে । শুক্রবার দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় ।
কিছুদিন আগে দুর্গাপুরের কাঁকসার এই বেসরকারি হাসপাতালে বাঁকুড়ার এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল করোনা আক্রান্ত হয়ে । মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল । শেষমেশ খবরের জেরে ছাড়া পেয়েছিল ওই বৃদ্ধার দেহ । ফের দুর্গাপুরের শ্যামপুরের আরেক ব্যক্তির দেহ আটকে রাখার অভিযোগ ওঠে ।