পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্মশানে পরিকাঠামোর অভাব, সঙ্গে বৃষ্টি ; শবদাহে সমস্যা - নিম্নচাপ

সম্প্রতি নিম্নচাপের জেরে ও বর্ষার আগমনে বন্যা দেখা দিয়েছে অজয় নদীতে । যার জেরে বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান এবং বীরভূম দুই জেলার যোগাযোগ ব্যবস্থা । বীরভূমের জয়দেব গ্রামে অবস্থিত কদমখন্ডি মহাশ্মশান । সেই শ্মশানে পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলার মানুষ শবদেহ দাহ করতে যায় । শ্মশানে পরিকাঠামোর অভাব রয়েছে তার ওপর বৃষ্টিতে শব দাহ হচ্ছে না ৷ চরম সমস্যার মুখে শবযাত্রীরা ।

শ্মশানে পরিকাঠামোর অভাব তার ওপর বৃষ্টিতে শব দাহ হচ্ছে না; ভোগান্তিতে শবযাত্রীরা
শ্মশানে পরিকাঠামোর অভাব তার ওপর বৃষ্টিতে শব দাহ হচ্ছে না; ভোগান্তিতে শবযাত্রীরা

By

Published : Jun 16, 2021, 10:37 PM IST

দুর্গাপুর, 16 জুন : শ্মশানে পরিকাঠামোর অভাবে বৃষ্টিতে দাহ করতে ব্যাপক সমস্যা দুর্গাপুরে । পশ্চিম বর্ধমান জেলার ওপর দিয়ে বয়ে চলেছে অজয় নদী । এই জেলার কাঁকসার শিবপুরের কাছে রয়েছে অজয় নদী । সম্প্রতি নিম্নচাপের জেরে ও বর্ষার আগমনে বন্যা দেখা দিয়েছে অজয় নদীতে । যার জেরে বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান এবং বীরভূম দুই জেলার যোগাযোগ ব্যবস্থা । বীরভূমের জয়দেব গ্রামে অবস্থিত কদমখন্ডি মহাশ্মশান । সেই শ্মশানে পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলার মানুষ শবদেহ দাহ করতে যায় । ইতিমধ্যেই অজয় নদীর অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় তাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে ।

শিবপুরের অজয় নদীর চরে অস্থায়ী শ্মশান রয়েছে । সেখানে শবদেহ করতে গেলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে শব যাত্রীদের । এদিন শবদেহ দাহ করা যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টির কারণে । বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোয়াতে হচ্ছে অসহায় শব যাত্রীদের । বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ অস্থায়ী শ্মশানে তেমন কোনো বসার এবং দাঁড়ানোর ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান শব দাহ করতে আসা মানুষজন ।

আরও পড়ুন...ভেঙেছে অস্থায়ী সেতু, জয়দেবের হাটে যেতে না পেরে ক্ষতির মুখে সবজি ব্যবসায়ীরা

যদিও বিদবিহার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ হারি জানিয়েছেন যাতে করে এই শ্মশানে আশা মানুষজনকে আর সমস্যায় পড়তে না হয় সেই ব্যবস্থা করবেন ।

ABOUT THE AUTHOR

...view details