দুর্গাপুর, 16 জুন : শ্মশানে পরিকাঠামোর অভাবে বৃষ্টিতে দাহ করতে ব্যাপক সমস্যা দুর্গাপুরে । পশ্চিম বর্ধমান জেলার ওপর দিয়ে বয়ে চলেছে অজয় নদী । এই জেলার কাঁকসার শিবপুরের কাছে রয়েছে অজয় নদী । সম্প্রতি নিম্নচাপের জেরে ও বর্ষার আগমনে বন্যা দেখা দিয়েছে অজয় নদীতে । যার জেরে বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান এবং বীরভূম দুই জেলার যোগাযোগ ব্যবস্থা । বীরভূমের জয়দেব গ্রামে অবস্থিত কদমখন্ডি মহাশ্মশান । সেই শ্মশানে পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলার মানুষ শবদেহ দাহ করতে যায় । ইতিমধ্যেই অজয় নদীর অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় তাদের সমস্যার মধ্যে পড়তে হয়েছে ।
শিবপুরের অজয় নদীর চরে অস্থায়ী শ্মশান রয়েছে । সেখানে শবদেহ করতে গেলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে শব যাত্রীদের । এদিন শবদেহ দাহ করা যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টির কারণে । বৃষ্টির মধ্যে দুর্ভোগ পোয়াতে হচ্ছে অসহায় শব যাত্রীদের । বিদবিহার গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ অস্থায়ী শ্মশানে তেমন কোনো বসার এবং দাঁড়ানোর ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান শব দাহ করতে আসা মানুষজন ।