আসানসোল, 11 ডিসেম্বর : অনলাইন বিপণন সংস্থার দফতরে দুঃসাহসিক ডাকাতি । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কন্যাপুর এলাকায় ৷ ওই অনলাইন বিপণন সংস্থাটির কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাটে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Dacoity in Asansol of Paschim Bardhaman) । ঘটনার তদন্তে নেমেছে আসানসোল উত্তর থানার পুলিশ ।
শুক্রবার রাতে আনুমানিক পৌনে 9টা নাগাদ অনলাইন সংস্থার অফিসে কাজ সারছিলেন কয়েকজন কর্মী । সেই সময় মুখ কাপড়ে ঢেকে তিনজন দুষ্কৃতী ঢুকে পড়ে ওই অনলাইন বিপণন সংস্থার কার্যালয়ে । তাদের দু'জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, আরেকজনের হাতে ভোজালি ৷ টাকা বের করে দিতে বললে প্রথমে কর্মীরা অস্বীকার করে । তারপর বন্দুকের বাঁট দিয়ে কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ । এতে বাধ্য হয়ে কর্মীরা টাকার ড্রয়ার খুলে দেয় । 2 লাখেরও বেশি টাকা নেয় তারা । কিন্তু দুষ্কৃতীদের একজন দাবি করে আরও বেশি টাকা রয়েছে ৷ কারণ, তাদের কাছে খবর আছে ওই সংস্থায় রোজ 20-22 লাখ টাকার লেনদেন হয় । কর্মীদের মারধর করে চাপ দিলেও কর্মীরা জানায় এর চেয়ে বেশি টাকা তাদের কাছে নেই ।