দুর্গাপুর, 3 জুলাই : সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে বিকেলের মধ্যেই কাটমানি ফেরতের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেতা । কাটমানি ফেরতের দাবিতে আজ লাউদোহার বাঁশগড়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা মহাবীর সিংহের দোকানের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ।
"বিকেলের মধ্যে টাকা দেব", বিক্ষোভের মুখে বললেন কাটমানি খাওয়া তৃণমূল নেতা - bardwan
সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে বিকেলের মধ্যেই কাটমানি ফেরতের প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেতা ।
স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতা মহাবীর সিং এলাকার গরিব মানুষের প্রাপ্য আবাস যোজনার টাকা থেকে 5 হাজার টাকা কেটে নিয়েছিলেন । বিক্ষোভকারী এক বৃদ্ধ জানান, মহাবীর সিং অন্যায়ভাবে আবাস যোজনার টাকা কেটে নেন । সেই কাটমানি ফেরতের দাবিতেই আজ মহাবীর সিংয়ের দোকান ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন ।
যদিও অভিযুক্ত তৃণমূল নেতা মহাবীর সিংহ জানান, তিনি এলাকাবাসীর উন্নয়নের স্বার্থেই 5 হাজার টাকা কেটে রেখেছিলেন । তাঁর দাবি, গ্রামের উন্নয়নের স্বার্থে এবং সকলের সম্মতিতেই টাকা নিয়েছিলেন । তবে আজ সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে বিকেল 5টার মধ্যেই সেই টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিক্ষোভকারীরা জানান, আজ বিকেলের মধ্যে টাকা ফেরত না পেলে আগামীকাল আবারও তাঁরা বিক্ষোভে সামিল হবেন ।