আসানসোল, 5 অগস্ট: বন্দে ভারত এক্সপ্রেস দেখতে ভিড় উপচে পড়ল আসানসোল স্টেশনে ৷ তবে শুধু পশ্চিম বর্ধমান নয়, ট্রেনের নাম যেহেতু ‘বন্দে ভারত’, তাই সেই ট্রেন দেখতে পড়শি জেলা বাঁকুড়া ও পুরুলিয়া থেকেও প্রচুর মানুষ শনিবার আসানসোল স্টেশনে ভিড় করেছিলেন ৷ পটনা-হাওড়া রুটে এদিন বন্দে ভারতের ট্রায়াল রান হল ৷ বন্দে ভারতকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়ায় সকলকেই আনন্দিত ও উচ্ছ্বসিত দেখায় এদিন ৷ সকলের একটা দাবি, দ্রুত চালু হোক বন্দে ভারত এক্সপ্রেস ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 অগস্ট থেকে পাটনা-হাওড়া রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, রেল সূত্রে জানা গিয়েছে ৷
শনিবার পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান হল ৷ আসানসোল স্টেশনে 12টা 13 মিনিট নাগাদ এই ট্রেন এসে পৌঁছায় ৷ আসানসোল জংশনে ভারতের দ্রুতগতির এই ট্রেনটে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের আধিকারিকরা ৷ প্রায় তিন মিনিট বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল স্টেশনে দাঁড়ায় এদিন ৷ এরপর সেটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ৷
আজ আসানসোল স্টেশনে বন্দে ভারত দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় উপচে পড়েছিল ৷ শুধু আসানসোল শহর নয় ৷ আসানসোলের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, পুরুলিয়া থেকেও প্রচুর মানুষ বন্দে ভারত এক্সপ্রেস প্রত্যক্ষ করার জন্য আসানসোল জংশনে হাজির হন ৷ প্রসঙ্গত, এটি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস যেটি বিহার, ঝাড়খণ্ড ও বাংলাকে একসঙ্গে জুড়বে ৷ ফলে এই ট্রেন নিয়ে তিন রাজ্যের মানুষের মধ্যেই বাড়তি উৎসাহ রয়েছে ৷