পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vande Bharat Express: পটনা-হাওড়া বন্দে ভারতের ট্রায়াল রান, আসানসোলে দ্রুতগতির ট্রেন দেখতে উৎসুক মানুষের ভিড় - Crowd at Asansol Junction to See Vande Bharat

Crowd at Asansol Junction to See Vande Bharat Express: পটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হল আজ ৷ আসানসোল জংশনে এই ট্রেনের স্টপেজ রয়েছে ৷ এদিন 3 মিনিট স্টেশনে দাঁড়ায় বন্দে ভারত এক্সপ্রেস ৷ ট্রেন দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷

Vande Bharat Express ETV BHARAT
Vande Bharat Express

By

Published : Aug 5, 2023, 3:56 PM IST

শনিবার হল পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান

আসানসোল, 5 অগস্ট: বন্দে ভারত এক্সপ্রেস দেখতে ভিড় উপচে পড়ল আসানসোল স্টেশনে ৷ তবে শুধু পশ্চিম বর্ধমান নয়, ট্রেনের নাম যেহেতু ‘বন্দে ভারত’, তাই সেই ট্রেন দেখতে পড়শি জেলা বাঁকুড়া ও পুরুলিয়া থেকেও প্রচুর মানুষ শনিবার আসানসোল স্টেশনে ভিড় করেছিলেন ৷ পটনা-হাওড়া রুটে এদিন বন্দে ভারতের ট্রায়াল রান হল ৷ বন্দে ভারতকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়ায় সকলকেই আনন্দিত ও উচ্ছ্বসিত দেখায় এদিন ৷ সকলের একটা দাবি, দ্রুত চালু হোক বন্দে ভারত এক্সপ্রেস ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 15 অগস্ট থেকে পাটনা-হাওড়া রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, রেল সূত্রে জানা গিয়েছে ৷

শনিবার পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ট্রায়াল রান হল ৷ আসানসোল স্টেশনে 12টা 13 মিনিট নাগাদ এই ট্রেন এসে পৌঁছায় ৷ আসানসোল জংশনে ভারতের দ্রুতগতির এই ট্রেনটে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের আধিকারিকরা ৷ প্রায় তিন মিনিট বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল স্টেশনে দাঁড়ায় এদিন ৷ এরপর সেটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ৷

আজ আসানসোল স্টেশনে বন্দে ভারত দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় উপচে পড়েছিল ৷ শুধু আসানসোল শহর নয় ৷ আসানসোলের পার্শ্ববর্তী জেলা বাঁকুড়া, পুরুলিয়া থেকেও প্রচুর মানুষ বন্দে ভারত এক্সপ্রেস প্রত্যক্ষ করার জন্য আসানসোল জংশনে হাজির হন ৷ প্রসঙ্গত, এটি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস যেটি বিহার, ঝাড়খণ্ড ও বাংলাকে একসঙ্গে জুড়বে ৷ ফলে এই ট্রেন নিয়ে তিন রাজ্যের মানুষের মধ্যেই বাড়তি উৎসাহ রয়েছে ৷

আরও পড়ুন:আসানসোলে থামবে বন্দে ভারত ! বিজেপি সাংসদের টুইট ঘিরে জল্পনা

বাঁকুড়া থেকে আসা অশোক চৌধুরী বলেন, "আমাদের খুব আনন্দ হচ্ছে ৷ আমরা ভাবতেই পারছি না বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে চোখের সামনে দেখতে পাব ৷ বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে ট্রেনটা দেখার জন্য ৷ আমার খুব ইচ্ছে এই ট্রেনে চেপে একবার পটনা যাব ৷ দরকার পড়লে ধার-দেনা করে পরে এই ট্রেনে চাপব ৷" ট্রেন দেখতে আসা এক ব্যক্তি লাভলি সিং বলেন, "সকালে খবর শুনেছি যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন আসানসোলে আসছে ৷ তাই তাড়াতাড়ি করে ট্রেন দেখতে এসেছি ৷ আগামী দিনে এই ট্রেনে পাটনা যাওয়ার খুব ইচ্ছে আছে ৷"

এখন শুধুই প্রতীক্ষা ৷ যদি সবকিছু ঠিকঠাক হয় তাহলে আগামী 15 অগস্ট থেকে হওড়া-পটনা বন্দে ভারত এক্সপ্রেস চলা শুরু করবে বলে রেল সূত্রে খবর ৷ রেলের যাত্রীরাও চাইছেন দ্রুত বাস্তবায়িত হোক পটনা-হাওড়া রুটের এই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা ৷

ABOUT THE AUTHOR

...view details