জামুড়িয়া, 30 অগাস্ট : জামুড়িয়ার 6 নম্বর ওয়ার্ডের আখলপুর এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । এলাকায় নেই পানীয় জলের কল । ফলে বাধ্য হয়ে পুকুরের জলই ব্যবহার করছেন এলাকার বাসিন্দারা । যদিও সমস্যা মেটাতে আসানসোল পৌরনিগম ট্যাঙ্কার করে এলাকায় পানীয় জল পৌঁছে দিচ্ছে । ট্যাঙ্কার এলাকায় পৌঁছাতেই জল নেওয়ার জন্য লাইন পড়ে যায় । কোরোনা পরিস্থিতিতে একসঙ্গে এতজনকে জল নিতে হচ্ছে । ফলে সংক্রমণ বাড়ার আশঙ্কাও রয়েছে ।
কোরোনা পরিস্থিতিতেই এবার পানীয় জলের সমস্যা জামুড়িয়ায় - পানীয় জলের সংকট
দু'তিনদিন অন্তর পানীয় জলের ট্যাঙ্কার পৌরনিগম থেকে দেওয়া হয় । জল না এলে সমস্যা বাড়ে । বলছেন স্থানীয়রা ।
স্থানীয় বাসিন্দা গীতা বাউরি বলেন, “6 নম্বর ওয়ার্ডে আখলপুর বাউরিপাড়া সহ একাধিক পাড়ায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । বারবার কাউন্সিলরকে বলেও কিছুই লাভ হয়নি । দু-তিনদিন অন্তর পানীয় জলের ট্যাঙ্কার পৌরনিগম থেকে দেওয়া হয় । জল না এলে সমস্যা বাড়ে । পানীয় জলের অভাব মেটাতে পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে ।” 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আসানসোল পৌরনিগমের জল বিভাগের এক কর্তা পূর্ণশশী রায় বলেন, “ওই এলাকায় দীর্ঘদিন জলের সমস্যা রয়েছে । জলের সমস্যা মেটানোর জন্য আসানসোল পৌরনিগমের তরফে কাজ চলছে । শীঘ্রই এই সমস্যা মিটবে ।”