আসানসোল, 1 নভেম্বর: চিকেন পক্সে আক্রান্ত হয়েছিল এক আসামি । তাকে আসানসোল জেলা হাসপাতালের (Asansol District Hospital) বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল । কিন্তু পুলিশের গাফিলতির সুযোগ নিয়ে ওই আসামি জানালা ভেঙে পালিয়ে গেল । সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হল আসানসোল জেলা হাসপাতালে (Criminal Flees) । যদিও এ ঘটনা নিয়ে কোনও কিছু জানাতে অস্বীকার করেছে পুলিশ । সূত্র থেকে জানা গিয়েছে, আসামির নাম মন্দিল ভিভলোর । পুরুলিয়া, আসানসোল, সালানপুর-সহ বিভিন্ন থানায় ওই আসামির নামে বেশ কিছু অভিযোগ রয়েছে ।
সোমবার রাতে হঠাৎই আসানসোল জেলা হাসপাতালে পুলিশি তৎপরতা বেড়ে যায় । বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও খবর বেরিয়ে যায় যে আসানসোল জেলা হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ড থেকে এক আসামি জানলা ভেঙে পালিয়ে গিয়েছে । সূত্র থেকে জানা গিয়েছে, গত 25 অক্টোবর মন্দিল ভিভলোর নামে ওই আসামিকে আসানসোল সংশোধনাগার থেকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল । তার পক্স হয়েছিল । সেই কারণেই তাকে বিশেষ আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় । ওয়ার্ডে নিরাপত্তা তেমন কড়াকড়ি ছিল না বলেই অভিযোগ । আর পুলিশি গাফিলতির সুযোগ নিয়ে ওই আসামি হাসপাতালের জানলা ভেঙে পালিয়ে যায় ।
আসানসোল জেলা হাসপাতালের পাশেই রয়েছে রামসায়র ময়দান । সেখানে বর্তমানে কালীপুজাের মেলা চলছে । সেই জন্য গোটা আসানসোল জেলা হাসপাতাল চত্বর জুড়ে প্রচুর মানুষের ভিড় । আসামি সেই ভিড়ের মধ্যেই ঢাকা দিয়েছে বলেই মনে করা হচ্ছে ।