আসানসোল, 21 জানুয়ারি: জাল জাতি শংসাপত্র দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী। এমনই অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করা হল সিপিএমের পক্ষ থেকে। কুলটি থানায় অভিযোগ দায়ের করে সিপিএমের কুলটি এরিয়া কমিটি। তাদের দাবি, আসানসোল পৌরনিগমের (AMC Election 2022) 62 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ক্ষমা মণ্ডল ৷ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভুয়ো তথ্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগ ওঠে। তৃণমূল প্রার্থীর জাতি প্রমাণপত্র জাল বা ভুল তথ্য দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কুলটি থানায় অভিযোগ দায়ের করা হয় সিপিএমের কুলটি এরিয়া কমিটির তরফে।
সিপিএম নেতা সুজিত ভট্টাচার্য, সাগর মুখোপাধ্যায়, বিনোদ সিং, 62 নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী স্নিগ্ধা মণ্ডল-সহ আরও অনেকেই থানায় গিয়ে অভিযোগ করেন। কুলটির 62 নম্বর ওয়ার্ড এলাকাটি তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য এবার সংরক্ষিত হয়েছে। সেরকমভাবেই তৃণমূল প্রার্থী ক্ষমা মণ্ডল নিজের তপশিলি জাতির শংসাপত্র দিয়ে মনোনয়ন দাখিল করেছেন ৷ সিপিএম নেতা সুজিত ভট্টাচার্যের দাবি, ক্ষমা মণ্ডলের জাতি শংসাপত্রটি ভুয়ো। সরকারি ওয়েবসাইটে ক্ষমা মণ্ডলের যে তথ্য রয়েছে সেটিও ভুল।