অণ্ডাল, 11 সেপ্টেম্বর: এক পঞ্চায়েত কর্মী তথা এলাকার মানুষের কাছে সক্রিয় সিপিআইএম কর্মী বলে পরিচিত বুদ্ধদেব সরকারকে লক্ষ্য করে গুলির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়াল সোমবার সন্ধ্যাবেলা । ঘটনাটি ঘটেছে অণ্ডালের সিদুলি সিপিআইএম পার্টি অফিসের কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ ৷ অথচ বুদ্ধদেব সরকারকে নিজেদের কর্মী নয় বলে জানালেন সিপিআইএমের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী ৷ আবার এই বুদ্ধদেব সরকারকেই বামপন্থী শ্রমিক আন্দোলনের জন্য মানুষকে একতাবদ্ধ করতে গিয়ে গুলিবিদ্ধ হলেন বলে দাবি সিপিআইএম নেতা তুফান মণ্ডলের ।
কিন্তু কেন বংশবাবু বুদ্ধদেব সরকারকে সিপিআইএম কর্মী বলতে অস্বীকার করলেন তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে । ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটা কার্তুজ । আশংকাজনক অবস্থায় এই সিপিআইএম নেতাকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ অণ্ডালের সিদুলি এলাকার সিপি আই(এম) পার্টি অফিসের কাছে কাজ সেরে নিজের স্করপিও গাড়িতে ওঠার সময় হঠাৎ করে সেই সময় বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী এসে পরপর তিন রাউন্ড গুলি চালায় বুদ্ধদেববাবুকে লক্ষ্য করে ।