রানিগঞ্জ, ১৭ মার্চ : প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তার আগেই শুরু হয়েছে দেওয়াল লিখন। রানিগঞ্জের বিভিন্ন এলাকায় দেওয়ালে আঁকা হয় CPI(M)-এর প্রতীক। এখন সেই প্রতীক মুছে ফেলতে হতে পারে বলে সংশয়ে কর্মী ও সমর্থকরা।
দেওয়াল ভরেছে কাস্তে-হাতুড়িতে, মুছতে হবে না তো ?
প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তার আগেই শুরু হয়েছে দেওয়াল লিখন। রানিগঞ্জের বিভিন্ন এলাকায় দেওয়ালে আঁকা হয় CPI(M)-এর প্রতীক। এখন সেই প্রতীক মুছে ফেলতে হতে পারে বলে সংশয়ে কর্মী ও সমর্থকরা।
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই দেওয়ালে আঁকা হয়ে গেছিল CPI(M)-এর প্রতীক। ঠিক করা হয়েছিল প্রার্থীর নাম ঘোষণা হলেই সম্পূর্ণ করা হবে দেওয়াল লিখন। কিন্তু শুক্রবার(১৫ মার্চ) CPI(M)-এর প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর কার্যত সংশয়ে রয়েছেন কর্মী ও সমর্থকরা। কারণ প্রথম দফার প্রার্থী তালিকায় ঘোষিত ২৫টি আসনে নাম নেই আসানসোলের CPI(M) প্রার্থীর। শোনা যাচ্ছে, জোটের ফলে আসানসোল কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। আর তার জন্য মুছে ফেলতে হতে পারে দেওয়ালে আঁকা CPI(M)-এর প্রতীক। যার জেরে ইতিমধ্যে ক্ষোভ বাড়ছে CPI(M)-এর নিচুতলার কর্মীদের মধ্যে। যদিও, আসানসোল লোকসভা তাদের হাতে থাকবে বলে আশাবাদী CPI(M)। দলের বক্তব্য, শ্রমিক শ্রেণী এই কেন্দ্রে বাম প্রার্থী চান। কারণ ১৯৫৭ থেকে ২০১৪ পর্যন্ত ১৬টি লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা থেকে ১০ বার জয়ী হয়েছে CPI(M)। যেখানে কংগ্রেস জিতেছে চার বার।
CPI(M)-এর প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় কমিটির সদস্য বংশগোপাল চৌধুরি বলেন, "এই আসনে অনেকবার বাম প্রার্থী জিতেছেন। ২৫ জনের নামের তালিকার মধ্যে এখানে প্রার্থীর নাম নেই। তাই মানুষের কিছু প্রশ্ন উঠছে। এটা স্বাভাবিক। তবে, দু-তিনদিনের মধ্যে নাম ঘোষণা হয়ে যাবে। তখন সব প্রশ্ন দূর হয়ে যাবে।"