জামুড়িয়া, 10 জানুয়ারি : এক তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে বেছে বেছে সিপিএম নেতাদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে পুলিশ ! জামুড়িয়া থানার এক পুলিশের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন স্থানীয় সিপিএম নেতা ৷ তাঁর অভিযোগ, ভোটের আগে শাসকদলের ক্যাডারের কাজ করছে পুলিশ ৷ এক তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে বাড়ি বয়ে এসে হুমকি দিয়ে গিয়েছেন জামুড়িয়া থানার এএসআই শিবশঙ্কর দাস ৷
সংবাদমাধ্যমকে ওই সিপিএম নেতা মনোজ দত্ত জানিয়েছেন, 8 জানুয়ারি বেলা একটার সময় এক সিভিক ভলান্টিয়ার, এক তৃণমূল নেতাকে সঙ্গে তাঁর বাড়িতে যান জামুড়িয়া থানার এএসআই শিবশঙ্কর দাস ৷ তখন বাড়িতে ছিলেন না ওই সিপিএম নেতা ৷ তাঁর অভিযোগ, "আমাকে বাড়িতে না পেয়ে স্ত্রীকে হুমকি দেন এএসআই শিবশঙ্কর দাস ৷ বলেন, এখন ভোটের সময় ৷ সাবধানে থাকবেন ৷ আপনার স্বামীকেও সাবধানে থাকতে বলবেন ৷" তিনি আরও বলেন, "ভোটের আগে তৃণমূলের লোকজন এই কাজ করে। এখন পুলিশ সেটা সরাসরি করছে ।"