দুর্গাপুর (পশ্চিম বর্ধমান), 31 জানুয়ারি: আদানি কাণ্ডে এসবিআই (SBI) এবং এলআইসি (LIC)-তে গচ্ছিত টাকার নিরাপত্তার দাবিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে বিক্ষোভ বামেদের । বামেদের অভিযোগ, আদানি কাণ্ডে প্রধানমন্ত্রী চুপ । আর মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ীকে রাজ্যে সাদর আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন প্রকল্প কেন্দ্রের হাতে তুলে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বিপন্নের মুখে সাধারণ মানুষ ।
আদানি কাণ্ডে সাধারণ মানুষের গচ্ছিত অর্থের নিরাপত্তার দাবিতে ও সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে দুর্গাপুরের বিধাননগর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসের সামনে প্রতীকী বিক্ষোভ দেখাল বামেরা । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেতা পঙ্কজ রায় সরকার-সহ স্থানীয় বাম নেতৃত্ব ও কর্মীরা । দ্রুত দাবিগুলির দিকে নজর দেওয়া না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ায়ি দিয়েছে বামেরা ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গে এই মুহূর্তে সমানভাবে উচ্চারিত আদানি শিল্পগোষ্ঠীর নাম । ভারতবর্ষে সিমেন্ট থেকে শুরু করে খুচরো ও অন্যান্য সামগ্রীর বাজারে আদানিদের রমরমা কারবার । দীর্ঘদিন ধরেই বর্তমান কেন্দ্রীয় সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠী হিসাবে পরিচিত এই গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি ৷