দুর্গাপুর, ৫ জুলাই : রাস্তার অবস্থা বেহাল । তাই রাস্তার জমা জলে মাছ ছেড়ে ও কাগজের নৌকা ভাসিয়ে বিক্ষোভ দেখালেন CPI(M) নেতা-কর্মীরা । পুলিশের আশ্বাসে প্রায় দেড় ঘণ্টা পরে অবরোধ ওঠে । কোকওভেন থানার বনফুল সরণির ঘটনা ।
আজ সকালে দুর্গাপুরের কোকওভেন থানার সগরভাঙার বনফুল সরণিতে রাস্তা সংস্কারের দাবিতে প্রথমে পথ অবরোধ করা হয় । কারণ বর্ষার শুরুতেই রাস্তা বড় বড় গর্তে ভরে গেছে । স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন করেও লাভ হয়নি বলে অভিযোগ । তাই এই বিক্ষোভ বলে জানিয়েছে স্থানীয় CPI(M) নেতৃত্ব ।