দুর্গাপুর, 19 জুন: মনোনয়ন প্রত্যাহার না করায় সিপিএমের তিনজন প্রার্থীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের খান্দরা পঞ্চায়েতে । সোমবার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন বাম নেতা-কর্মীরা । ঘটনাস্থলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভও হয় । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
চলতি মাসের 15 তারিখ শেষ হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব । কিন্তু তারপর থেকে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল বিরোধীদের । সোমবার খান্দরা পঞ্চায়েতে সিপিএমের তিন প্রার্থীর বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ । সিপিএমের দাবি, হামলা হয় খান্দরা পঞ্চায়েতের 16-17 ও 18 নম্বর সংসদের তিন বাম প্রার্থী মিতা দত্ত, অপর্ণা সহিস ও রমানাথ দত্তের বাড়িতে ।
সিপিএম নেতা অঞ্জন বক্সী জানান, এদিন বেলা দেড়টা নাগাদ দু’টি চার চাকার গাড়িতে করে দুষ্কৃতীরা এসে হামলা করে । প্রার্থীরা কেউ বাড়িতে না থাকাই তাদের বাড়ির আসবাব পত্র, মোটরবাইক ভাঙচুর করা হয় । দুষ্কৃতীরা যে দু’টি গাড়িতে এসেছিল, সেই গাড়ির নম্বর বীরভূমের জেলার । তৃণমূল বাইরে থেকে দুষ্কৃতীদের এনে এ দিন হামলা চালায়৷ হামলার অভিযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুলিশকে জানানো হয়েছে । এ দিন ঘটনার প্রতিবাদে বেলা দুটো নাগাদ অন্ডাল-উখড়া রোডের খান্দরা শিবতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএম ।