পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোক ওভেন থানার ভিতরে ঢুকতে গেলে পুলিশি বাধা বাম সমর্থকদের - কোকওভেন থানা

সোমবার কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ করে বাম দলগুলি ৷ সেখানে কর্মীদের মারধর করে পুলিশ প্রশাসন ৷ তার প্রতিবাদে গতকাল দুর্গাপুরের কোক ওভেন-সহ রাজ্যজুড়ে সব থানার সামনে বিক্ষোভে সামিল হয় বাম দল ৷

কোক ওভেন থানার ভিতরে ঢুকতে গেলে পুলিশি বাধা বাম সমর্থকদের
কোক ওভেন থানার ভিতরে ঢুকতে গেলে পুলিশি বাধা বাম সমর্থকদের

By

Published : Jun 30, 2021, 12:18 PM IST

দুর্গাপুর, 30 জুন : রাজ্যজুড়ে সব থানায় এফআইআর দায়ের করা হচ্ছে, পাশাপাশি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছিল বাম দল ৷ মঙ্গলবার দুর্গাপুরের কোক-ওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাম কর্মী সমর্থকরা ।

কোক ওভেন থানার ভিতরে ঢুকতে গেলে পুলিশি বাধা বাম সমর্থকদের

সোমবার জাল ভ্যাকসিন কাণ্ডের ঘটনায় কলকাতায় বামেদের শান্তিপূর্ণ বিক্ষোভের সময় বাম কর্মীদের উপর পুলিশের মারধর করা হয় ৷ এর প্রতিবাদে বামেদের থানা ঘেরাও কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দুর্গাপুরের কোক-ওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাম কর্মী সমর্থকরা। এদিন বাম ছাত্র যুব-সহ সমস্ত বাম সংগঠন এই বিক্ষোভে সামিল হয় । এদিন বিক্ষোভ চলাকালীন বাম কর্মী সমর্থকরা কোকওভেন থানার ভেতরে ঢুকে পড়লে থানার ভিতরে উত্তেজনার সৃষ্টি হয় ৷

আরও পড়ুন : রাস্তা মেরামতের দাবিতে বিডিও অফিসের সামনে বিক্ষোভ

তবে আগে থেকেই কোকওভেন থানার পুলিশ প্রস্তুত ছিল পরিস্থিতি মোকাবিলার জন্য । কোকওভেন থানার বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি সামাল দেয় ।
বাম কর্মী-সমর্থকদের দাবি রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে করোনার টিকা দিতে হবে । লকডাউনে অসহায় শ্রমিকদের মাসে 7000 টাকা করে ভাতা দিতে হবে ৷ করোনার টিকা নিয়ে যে ভাবে রাজ্যে কালোবাজারি হয়েছে, সেই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাম কর্মী সমর্থকরা ৷

রাজ্যজুড়ে আন্দোলনের পাশাপাশি এদিন কোক ওভেন থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পর কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিলেন বাম কর্মী সমর্থকরা ।

ABOUT THE AUTHOR

...view details