পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Murder : শিল্পা আগরওয়াল খুনের মামলা শেষের পথে, সুবিচারের অপেক্ষায় পরিবার - রাজীব কুমার

2018 সালের 15 ফেব্রুয়ারি ৷ দুর্গাপুরের বেনাচিতি বাজারের একটি বহুতল আবাসনে খুন হয়েছিলেন শিল্পা আগরওয়াল ৷ সম্প্রতি ঈপ্সা প্রিয়দর্শিনী হত্যাকাণ্ড সাড়ে তিন বছর আগের সেই ঘটনার স্মৃতি আবারও টাটকা করে দিয়েছে ৷ আপাতত বিচারাধীন রয়েছে শিল্পা আগরওয়াল হত্যা মামলা ৷ সরকারি আইনজীবীর দাবি, শীঘ্রই শুনানির কাজ মিটিয়ে রায় দেবে আদালত ৷

court will deliver verdict very soon in Shilpa Agarwal murder case
Durgapur Murder : শিল্পা আগরওয়াল খুনে শেষের পথে মামলা, সুবিচারের আশায় অপেক্ষা পরিবারের

By

Published : Sep 13, 2021, 5:38 PM IST

দুর্গাপুর, 13 সেপ্টেম্বর : গত 5 সেপ্টেম্বর পশ্চিম বর্ধমানের কাঁকসার একটি বহুতলে খুন হন ঈপ্সা প্রিয়দর্শিনী ৷ তাঁকে খুন করেন তাঁর স্বামী, পেশায় ব্যাঙ্ক ম্যানেজার বিপ্লব পারিদা ৷ পুলিশের কাছে আত্মসমর্পণের পর বিপ্লবের দাবি ছিল, স্ত্রীর চাহিদা পূরণ করতে না পেরেই তাঁকে খুন করেছে সে ৷ ঘটনা ঘিরে প্রকাশ্যে চলে আসে দাম্পত্য অশান্তির এক ভয়ঙ্কর ছবি ৷ এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, আরও একটি পুরনো খুনের ঘটনা ৷ সেখানেও ব্যাঙ্ককর্তার হাতে প্রাণ খোয়াতে হয়েছিল এক তরুণীকে ৷ তবে ওই তরুণী তার স্ত্রী ছিলেন না ৷ তাঁর সঙ্গে খুনির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ৷ সেই সম্পর্ক লুকোতেই তরুণীকে খুন করেছিল আততায়ী ৷

আরও পড়ুন :Naxalbari Murder : আড়াই বছরের মেয়েকে কুপিয়ে খুন করে আত্মঘাতী বাবা, জখম স্ত্রী

2018 সালের 15 ফেব্রুয়ারি ৷ দুর্গাপুরের বেনাচিতি বাজারের একটি বহুতল আবাসনে খুন হন শিল্পা আগরওয়াল (28) ৷ পুলিশের দাবি, শিল্পার খুনি রাজীব কুমার ৷ ঠান্ডা মাথায় রীতিমতো ছক কষে শিল্পাকে খুন করে সে রাজীব ৷ বর্তমানে জেল হেফাজতে রয়েছে সে ৷ মামলা চলছে আদালতে ৷ ঘটনার সময় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মেজিয়া (বাঁকুড়া) শাখায় কর্মরত ছিলেন রাজীব ৷ পুলিশের জেরার মুখে রাজীব জানিয়েছিল, তার স্ত্রী মণীষা কুমারীও ব্যাঙ্কে বড় পদে কর্মরত ছিলেন ৷ কর্মসূত্রে স্ত্রীর থেকে আলাদা থাকার কারণেই শিল্পার সঙ্গে সম্পর্কে জড়ায় সে ৷ পরে শিল্পা তাকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন ৷ এই কারণেই শিল্পাকে খুন করে রাজীব ৷ তারপর ট্রলি ব্যাগে করে শিল্পার দেহ লোপাটের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ৷ তার আগেই সামনে চলে আসে সমস্ত ঘটনা ৷

নিহত শিল্পা আগরওয়াল ৷

সরকারি আইনজীবী দেবব্রত সাঁই জানিয়েছেন, রাজীব কুমার বর্তমানে বিচারাধীন বন্দি ৷ তার বিরুদ্ধে সমস্ত সাক্ষ্যপ্রমাণ আদালতের সামনে তুলে ধরা হয়েছে ৷ সাক্ষীদের বয়ান নেওয়ার কাজও প্রায় শেষ ৷ খুব দ্রুত মামলার নিষ্পত্তি হয়ে যাবে ৷ তবে কি গুরুতর শাস্তি হবে রাজীব কুমারের ? এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ সরকারি আইনজীবী ৷ তবে প্রকৃত অপরাধী শাস্তি পাবে বলেই তাঁর আশা ৷

আরও পড়ুন :Rape-Murder : শিলিগুড়িতে দুই প্রেমিকাকে ধর্ষণের পর খুন করে দেহ লোপাট, গ্রেফতার অভিযুক্ত

প্রায় সাড়ে তিন বছর আগের সেই ঘটনা আজও ভোলেননি আবাসনের নিরাপত্তারক্ষীরা ৷ তবে মামলার গতিপ্রকৃতি নিয়ে তাঁদের কোনও ধারণা নেই ৷ কিন্তু বাকিদের মতো তাঁরাও চান, দোষী শাস্তি পান ৷ অন্যদিকে, শিল্পার পরিবার অধীর আগ্রহে অপেক্ষা করছে আদালতের রায়ের জন্য ৷ শিল্পার দাদা টিংকু আগরওয়াল বিশেষভাবে সক্ষম ৷ তিনি বলেন, ‘‘রাজীব কুমারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা ৷ আমরা ওই দিনটা দেখার জন্যই অপেক্ষা করছি ৷ রাজীবের শাস্তি হলেই আমার বোনের আত্মা শান্তি পাবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details