দুর্গাপুর, ১৭ জুন : বেনিয়মের অভিযোগ ৷ মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকের তালিকায় সংযোজন হলল দুর্গাপুরের লাউদোহার সুশান্ত চট্টােপাধ্যায়ের নাম (Laudoha teachers on the list of sacked teachers) । ইতিমধ্যে অভিযুক্ত ওই শিক্ষক বাড়ি ছেড়ে আসানসোলে গিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে । বাড়িতে গেলে সুশান্ত চট্টােপাধ্যায়ের এক আত্মীয় জানান, ঘরে উনি নেই বলে দরজা লাগিয়ে দেয় । যদিও অভিযুক্ত শিক্ষক সুশান্ত চট্টােপাধ্যায়ের বাবা নবীন চট্টােপাধ্যায়ের দাবি, কোনও অন্যায় করেনি তাঁর ছেলে ৷ আর সরকার সবদিক খতিয়ে দেখেই তো নিয়োগপত্র দিয়েছিল ৷ তাহলে তাদের ভুলটা কোথায়? ইতিমধ্যে এই ঘটনায় সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব, সমাজের পক্ষে খারাপ বার্তা মেনে নিলেন লাউদোহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান । গত 2018 সালের 9ই জানুয়ারি দুর্গাপুরের অন্ডাল গার্লস স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন সুশান্ত চট্টােপাধ্যায় ৷ এরপর মিউচুয়াল ট্রান্সফার পদ্ধতিতে লাউদোহার নবঘনপুর প্রাথমিক স্কুলে গত 2019-এ সহ শিক্ষক হিসেবে যোগ দেন ৷
এই প্রাথমিক স্কুলের এক শিক্ষিকার শারীরিক অসুস্থতার জন্য তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয় । এরই মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টিতে অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি কলকাতা হাইকোর্টে যায় । আদালত 269 জনকে বরখাস্তর নোটিশ দেয় ৷ আর এই তালিকায় নাম চলে আসে দুর্গাপুরের লাউদোহার নবঘনপুর প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত চট্টােপাধ্যায়ের ৷ সঙ্গে সঙ্গে জেলা স্কুল পরিদর্শক কমিটি সুশান্ত চট্টােপাধ্যায়কে বরখাস্তের নোটিস ধরিয়ে দেয়।