দুর্গাপুর, 24 ফেব্রুয়ারি: সাতসকালে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ ঘটনাস্থল পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামের অদূরে অবস্থিত জঙ্গল । খবর পেয়ে শুক্রবার পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় (Paschim Bardhaman News)। সূত্র মারফত জানা গিয়েছে, যুগলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । মৃত যুবতির মা মূর্তি কোল জানান, তাঁর মেয়ে বিধবা ৷ এক সন্তানও রয়েছে ৷ যে ছেলেটির সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল সেও বিবাহিত । কিন্তু কী কারণে এমন ঘটনা ঘটাল কিছুই জানি না । আজ সকালে শুনলাম দু'জনে একসঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা অনিল মণ্ডল ও বিষ্ণুদেব ভাণ্ডারিরা জানান, শুক্রবার সকালে খবর পান যে খোট্টাডিহি গ্রামের অদূরে একটা জঙ্গলে ঝুলন্ত অবস্থায় দু'টি দেহ রয়েছে । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায় ৷ তারপর পুলিশ এসে দেহ দু'টি উদ্ধার করে । স্থানীয়দের দাবি, একটা ওড়নাতেই দু'জন একসঙ্গে জঙ্গলের একটা গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ৷