দুর্গাপুর, 20 জানুয়ারি : কন্যাসন্তানের জন্ম দিলে সরকারের তরফে 6 হাজার টাকা করে দেওয়া হচ্ছে । কিন্তু সেই টাকা নিতে যেতে হবে অনাময় হাসপাতালে । বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলার থেকে একথা জানার পরই অনাময় হাসপাতালে সদ্যোজাতকে নিয়ে পৌঁছে গেছিলেন রিমা ও তাঁর পরিবার । তারপর সেখান থেকেই চুরি করা হয় সদ্যোজাতকে । এরপর আজ দুর্গাপুর থেকে এক দম্পতিকে আটক করে পুলিশ । তাদেরও একটি কন্যাসন্তান রয়েছে । গতকালের অনাময় হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় এই দম্পতি জড়িত কি না তা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
কয়েকদিন আগে প্রসব যন্ত্রণা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হন রায়না থানার সিপ্টা এলাকার বাসিন্দা রিমা মালিক । শুক্রবার তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন । রবিবার হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয় । এরপর হাসপাতাল থেকে বেরোনোর আগে রিমার পরিবারের সঙ্গে এক মহিলার আলাপ হয় । সেই মহিলা তাদের জানায়, কন্যাসন্তানের জন্ম হলে সরকারের তরফে 6 হাজার টাকা করে দেওয়া হচ্ছে । তবে, সেই টাকা নিতে যেতে হবে অনাময় হাসপাতালে । আর্থিক অবস্থা ভালো না হওয়ায় 6 হাজার টাকা পাওয়ার আশায় সদ্যোজাতকে নিয়ে অনাময় হাসপাতালে পৌঁছে যান রিমা ও তাঁর পরিবার । সেখানে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এবিষয়ে জিজ্ঞাসা করতে শুরু করেন । অভিযোগ, এই সুযোগেই রিমার কন্যাসন্তানটিকে নিয়ে চম্পট দেয় ওই মহিলা ।