জামুড়িয়া, 4 জুন : অশান্তির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক দম্পতি । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার শান্তিনগর এলাকায় । মৃতদের নাম অভিনয় মিত্র (26), পূর্ণিমা মিত্র (18) । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হয় । ঝগড়ার জেরে প্রথমে স্ত্রী পূর্ণিমা মিত্র নিজের ঘরেই ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে নেন । ঘটনা জানতে পেরেই তাঁর পরিবার স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তড়িঘড়ি আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন । সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।