দুর্গাপুর, 31 জুলাই: অনলাইনে ভুয়ো পোর্টাল খুলে বাঁকুড়ার মেজিয়ার থার্মাল পাওয়ার স্টেশনে স্থায়ী চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে । এই ঘটনায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা থেকে গ্রেফতার স্বামী-স্ত্রী(Couple arrested in Fraud case in Durgapur) । অভিযুক্ত মহিলা অনামিকা মুখোপাধ্যায় দাসকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । অভিযুক্ত তাপস দাস অসুস্থ হওয়ায় বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য । ধৃত অনামিকা মুখোপাধ্যায় দাসকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।
মূলত, বাঁকুড়া এবং হুগলির আরামবাগের যুবকদের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানো হত বলে অভিযোগ । জানা গিয়েছে, মেজিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অধীনস্থ ক্যানেলের কিছু কাজে অস্থায়ীভাবে কাজও দেওয়া হয় । কিছুদিন বেতনও দেওয়া হয় অনামিকা মুখোপাধ্যায় দাসের অ্যাকাউন্ট থেকে । এরপর স্থায়ী চাকরি দেওয়ার নাম করে টাকার দাবি করে অভিযুক্তরা । কারোর কাছে তিন লক্ষ আবার কারো কাছে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হয় বলেও অভিযোগ ।