আসানসোল, 3 মার্চ: এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল একদল যুবক-যুবতীর বিরুদ্ধে (Lynching to Death Old man in Asansol) ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার আড়াডাঙা এলাকায় ৷ মৃতের নাম অমর সিং (65) ৷ স্থানীয় সূত্রে খবর, অভিযোগ উঠেছে অমর সিং লুকিয়ে এক যুগলের ছবি তুলছিলেন ৷ সেই সময় ওই যুগল এবং তাঁদের বন্ধুরা মিলে বৃদ্ধকে মারধর করেন ৷ ঘটনায় অমর সিংয়ের দেহ আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ অভিযুক্ত যুগল ঘটনার পর থেকে পলাতক ৷
পুলিশ সূত্রে খবর, তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কর্মী হিসেবে পরিচিত অমর সিং প্রতিদিনের মতো বৃহস্পতিবারও আড়াডাঙা এলাকার মাঠে বসেছিলেন ৷ সেখানেই স্থানীয় এক যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন ৷ অভিযোগ অমর সিং লুকিয়ে তাঁদের ছবি তুলছিলেন ৷ সেটি দেখার পর ওই যুবক-যুবতী সেখানে তাঁদের বন্ধুদের ডাকেন ৷ এরপর সকলে মিলে অমর সিংকে মারধর করেন বলে অভিযোগ ৷ ঘটনার পর অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন তিনি ৷ পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, বাড়ি ফেরার পর তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল এবং মুখ থেকে ফেনা বেরচ্ছিল ৷