পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহিরাগতর প্রবেশ নিষিদ্ধ, সংক্রমণ রুখতে পোস্টার জামুড়িয়ার গ্রামে

কয়েকটি আদিবাসী পাড়া নিয়ে জামুড়িয়ার এই গ্রাম । দিন কয়েক আগে সকলে মিলে সিদ্ধান্ত নেন আপাতত গ্রামবাসীরা কেউ বাইরে বেরোবেন না । পাশাপাশি ঢুকতে দেওয়া হবে না বাইরের কাউকেও ।

জামুড়িয়ার আদিবাসী গ্রাম
জামুড়িয়ার আদিবাসী গ্রাম

By

Published : Apr 10, 2020, 6:30 PM IST

জামুড়িয়া ,10 এপ্রিল : নিজেদের গ্রামকে কোরোনার সংক্রমণ থেকে মুক্ত রাখতে এবার বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার এক গ্রাম । গ্রামের প্রবেশ পথে লাগানো হয়েছে পোস্টার । তাতে স্পষ্ট লেখা "গ্রামের লোক ছাড়া প্রবেশ নিষিদ্ধ।"

জবা আদিবাসী পাড়া । বেশ কয়েকটি আদিবাসী পাড়া নিয়ে এই গ্রাম । কয়েক হাজার মানুষের বাস এখানে । বর্তমানে কোরোনা সংক্রমণের জেরে রীতিমতো আতঙ্কে রয়েছে তারা । এর মাঝেই রোজ আশপাশের গ্রাম থেকে নানা কারণে এই জবা আদিবাসী পাড়ায় যাতায়াত করেন অনেকে । তাই গ্রামের সকলে মিলে ঠিক করেন, গ্রামবাসীরা যেমন বাইরে বেরোতে পারবেন না, তেমনই বাইরের কাউকেও গ্রামে ঢুকতে দেওয়া হবে না । সংক্রমণ প্রতিরোধে তাই গ্রামে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় । এবার গ্রামের প্রবেশ পথে বাঁশের বেড়া করে তার গায়ে পোস্টার লাগিয়ে দেওয়া হয় ।

এবিষয়ে আদিবাসী পাড়ার এক যুবক বাবলু হেমব্রম বলেন "কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন চলছে । প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বারবার বার্তা দিচ্ছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে । বাড়িতে থাকতে । তাই কোরোনা মুক্ত করতে আমরা নিজেরাই গ্রামকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছি । বহিরাগতদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ গ্রামে ।"

ABOUT THE AUTHOR

...view details