দুর্গাপুর, 14 এপ্রিল : কোরোনা সংক্রমণের জেরে আতঙ্কিত অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ির চালকরা । অনেকেই কাজে যোগ দিতে চাইছেন না । ফলে অনেকাংশে ব্যাহত হচ্ছে পরিষেবা । এই পরিস্থিতিতে এমন পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে প্রশিক্ষণ দিল দুর্গাপুর মহকুমা প্রশাসন । সঙ্গে নানা সরকারি সুবিধার কথাও জানানো হয় তাঁদের ।
দিন তিনেক আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। তিনি কোরোয় আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। সেই শব বহনকারী গাড়ির চালকেরও মৃত্যু হয়। মৃত কাশীনাথ ওরফে সুরজিৎ মাহাত দুর্গাপুরের বি-জ়োন আর্যভট্ট রোডের বাসিন্দা ছিলেন । হাসপাতালের তরফে জানা যায়, আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । এরপর থেকে দুর্গাপুরের অ্যাম্বুলেন্স এবং শববাহী গাড়ি চালকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় । অনেকেই অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি চালাতে চাইছিলেন না । এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে এগিয়ে আসেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে।