পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আতঙ্কিত অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ির চালকরা, বিশেষ প্রশিক্ষণ দুর্গাপুরে - special training session to the ambulance dirvers

দিন তিনেক আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। তিনি কোরোয় আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। সেই শব বহনকারী গাড়ির চালকেরও মৃত্যু হয়।

প্রশিক্ষণ প্রশাসনের
প্রশিক্ষণ প্রশাসনের

By

Published : Apr 14, 2020, 11:14 AM IST

দুর্গাপুর, 14 এপ্রিল : কোরোনা সংক্রমণের জেরে আতঙ্কিত অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ির চালকরা । অনেকেই কাজে যোগ দিতে চাইছেন না । ফলে অনেকাংশে ব্যাহত হচ্ছে পরিষেবা । এই পরিস্থিতিতে এমন পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে প্রশিক্ষণ দিল দুর্গাপুর মহকুমা প্রশাসন । সঙ্গে নানা সরকারি সুবিধার কথাও জানানো হয় তাঁদের ।

দিন তিনেক আগে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে এক রোগীর মৃত্যু হয়। তিনি কোরোয় আক্রান্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। সেই শব বহনকারী গাড়ির চালকেরও মৃত্যু হয়। মৃত কাশীনাথ ওরফে সুরজিৎ মাহাত দুর্গাপুরের বি-জ়োন আর্যভট্ট রোডের বাসিন্দা ছিলেন । হাসপাতালের তরফে জানা যায়, আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । এরপর থেকে দুর্গাপুরের অ্যাম্বুলেন্স এবং শববাহী গাড়ি চালকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় । অনেকেই অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি চালাতে চাইছিলেন না । এই পরিস্থিতিতে সমস্যার সমাধানে এগিয়ে আসেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে।

তাঁর উদ্যোগে গতকাল অ্যাম্বুলেন্স চালক এবং শববাহী গাড়ি চালকদের জন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় । প্রশিক্ষণে উপস্থিত ছিল বিশেষজ্ঞদের একটি দল । উপস্থিত ছিলেন কয়েকজন চিকিৎসকও । গতকালের ওই প্রশিক্ষণ শিবিরে অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি চালকদের নানা সরকারি সুবিধার কথা জানানো হয় । অযথা ভয় না পেয়ে তাঁরা কী কী সাবধানতা অবলম্বন করতে পারেন, সেবিষয়ে নানা পরামর্শ দেওয়া হয়।

অ্যাম্বুলেন্স এবং শববাহী গাড়ির চালকরা ছাড়াও যাঁরা শ্মশানে দাহ করা কিংবা কবর দেওয়ার সঙ্গে যুক্ত, তাঁদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় । পাশাপাশি শববাহী গাড়ির মৃত চালক কাশীনাথ ওরফে সুরজিৎ মাহাতর পরিবারকে দুর্গাপুর প্রশাসন ও দুর্গাপুর পৌরনিগমের তরফে সমস্ত রকমের সহায়তার কথা জানান মহকুমা শাসক ।

ABOUT THE AUTHOR

...view details